কাঙ্গাই শিল্পের ইতিহাস

শিল্পসমৃদ্ধ নগরী ঢাকার লালবাগ কেল্লা সংলগ্ন আমলিগোলা, নবাববাগিচা, হাজারীবাগ, মসজিদগঞ্জ, চৌধুরী বাজার, ভাট মসজিদ, পোস্তা, গোড়ে শহীদ, খাজে দেওয়ান, রহমতগঞ্জ এলাকায় বিচ্ছিন্নভাবে বসবাসকারী মুসলমান শিল্পী পরিবাররা হস্তিদন্ত নির্মিত পাখা, চুড়ি, পাশার ছক, ঘুঁটি ও বোতাম তৈরি করত।হাতীর হাড় ও শিং দিয়ে পণ্য তৈরিকে কেন্দ্র করে এই শিল্প গড়ে ওঠে। পণ্যসমূহের মধ্যে রয়েছে চিরুনি, বোতাম, পানপাত্র, পেয়ালা, বাদ্যযন্ত্র, কৌটা, তীর-ধনুক, আতরদানি, তলোয়ার, ছড়ি, ছড়ির বাট, ছড়ি লুকানোর ছোরা ও নানা ধরনের শৌখিন শোপিস। এই কাঙ্গিসাজ শিল্পীরা পশুর হাড় দিয়ে চিরুনি তৈরি করতো বলে এর নামকরণ ‘কাঙ্গাই’, ‘কাহই’ ইত্যাদি হয়েছিল।

কালের পরিক্রমায় ইংরেজ শাসন আমলের শেষের দিকে এই পন্য বিদেশে রপ্তানি বন্ধ করে দেয়।তার পরে এই শিল্পের কাচামালের অভাবে রপ্তানি বন্ধ হোওয়ার কারনে এই শিল্প বন্ধ হয়ে গেছে।

15 Likes

আজকে আমার না জানা একটা শিল্প সম্পর্কে জানতে পারলাম।

1 Like

প্রথমেই অসংখ্য ধন্যবাদ এমন চমৎকার পোস্টের জন্য :heart:

এটা একদমই অজানা জিনিস আমার জন্য, এখনো কি এই শিল্পীরা কেউ টিকে আছেন? নতুন করে বানান?

1 Like

আমার জানামতে এই শিল্পের কিছু লোক বার্মা এবং রাজস্থান চলে গেছে আর কিছু অন্য পেষায়। এই শিল্পে আমার জানামতে কেউ নাই।

1 Like