বিনোদিয়া ফ্যামিলি পার্ক, যশোর

যশোর শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে সেনানিবাসের শানতলা নামক স্থানে এক মনোরম পরিবেশে পার্কটি অবস্থিত।

১৯৯৮ সালে লে: কর্ণেল ফয়েজ আহমেদ-এর উদ্যোগে পার্কটি প্রতিষ্ঠা করা হয়। পূর্বে একটি ছিল উন্মুক্ত ময়দান। পরে টিকিটের ব্যবস্থা করা হয়।

বিনোদনের জন্য এখানে রয়েছে মিনি চিড়িয়াখানা, শিশুদের জন্য পার্ক, ছোট্ট নদী,প্যাডেল বোট, গাছ ঘর, কৃত্তিম ঝরণা, ২টি খাবার স্টল, ঘোড়ার গাড়ি ও ছোট রেলগাড়িতে চড়ার ব্যবস্থা ইত্যাদি।

প্রতিদিন সকাল ৮টি থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে পার্ক। শীতকালে ৫টা পর্যন্ত। কোন বন্ধের দিন নেই।

শিশুদের বিনোদনের জন্য চিড়িয়াখানা সহ বিভিন্ন ধরনের রাইডস আছে। প্রতিটির জন্য ১০ খেকে ২০ টাকার টিকিট প্রয়োজন হয়।

তথ্যসূত্রঃ http://sadar.jessore.gov.bd/

35 Likes

দেখে মনে হচ্ছে সবুজের অব্যয়ারন্ন। খুব সুন্দর একটা পরিবেশ।

2 Likes

@IshtiakAhmed ভাই,

খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। ঐদিকে গেলে অবশ্যই ভিজিট করে আসবো। ধন্যবাদ পার্কটি সমন্ধে বিস্তারিত আমাদের সাথে শেয়ার করার জন্য।

3 Likes

@jakiripsc আসলেই তাই। ঘুরে আসতে পারেন।

1 Like

@Designer_Biswajit ঘুরে আসতে পারেন। ভালো লাগবে।

2 Likes