খালি জমিতে দেশি ফল।

বাংলাদেশে দেশীয় অনেক ফল আছে যা খেতে অনেক সুস্বাদু এবং ভিটামিনে ভরপুর। এসব ফলের বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে। সেই সাথে আমরা চাইলে আমাদের বাড়ির আশেপাশের খালি জমিতে বা ছাদে এসব ফলের গাছ লাগাতে পারি। যা হবে ক্ষতিকর সার মুক্ত এবং পরিবেশের জন্যও উপকারী।

আমি আমার বাড়ির খালি জমিতে যেসব দেশি ফলগাছ লাগিয়েছি…

ছবিঃ কলা

কলাগাছ লাগানোর পর খুব একটা পরিচর্যা না করলেও হয়।

ছবিঃ কামরাঙা ফুল এবং ফল

অল্প পরিচর্যায় ভালো ফল দেয় কামরাঙা গাছ।

ছবিঃ পেয়ারা ফুল এবং ফল

সিজনে অল্পস্বল্প যত্ন নিলেই প্রচুর ফল দেয় পেয়ারা গাছ।

ছবিঃ আম

টক অথবা মিষ্টি রসালো এই ফলে পাগল প্রায় প্রতিটি মানুষ। গাছে ফুল ধরার সময়ে কিছুটা যত্ন নিলে অনেক ফল পাওয়া যায় একটা দেশী আম গাছ থেকে।

15 Likes

সবই আমাদের দেশীয় ফল। একবার লাগালেই বছর বছর ফল আসতে থাকে।

1 Like