দোহাজারি-কালিয়াইশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র।

চট্রগ্রাম থেকে প্রায় ৪৩ কিলোমিটার দূরে অবস্থিত দোহাজারি-কালিয়াইশ ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। আগে বিদ্যুৎ কেন্দ্রটি যেমন তেমন অবস্থায় থাকলেও বর্তমান ম্যানেজম্যান্ট টিম অনেক শক্ত হওয়াই এবং এর উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার পর থেকে বিদ্যুৎ কেন্দ্রটি অনেক সুসজ্জিত এবং উৎপাদনে আরো এগিয়ে যাবে। এ অঞ্চলের সকল কাজ উক্ত বিদ্যুৎ কেন্দ্রটির উপর নির্ভর করে। কৃষি কাজ থেকে শুরু করে কলকারখানা সব এই বিদ্যুৎ কেন্দ্রটির উপর নির্ভর করে। এটি গ্রামিন মানুষের চাহিদা পুরনের পাশাপাশি অন্যান্য পদক্ষেপ ও গ্রহন করছে যাতে বিদ্যুৎ ঘাটতি দেখা যেতে না পারে।

জায়গাটি সচারাচর নিরাপত্তা বেস্টনিতে সুসজ্জিত তাই জনগনের জন্য উন্মুক্ত না।

ম্যাপে দেখতে চাইলে এইখানে ক্লিক করুন।

9 Likes

@Shohag_LGBD ধন্যবাদ পোস্ট করার জন্য । তবে KPI এলাকা নিয়ে পোস্ট না করাই ভাল । অন্য কোন জায়গার ছবি দিতে পারেন বা বিষয়ে লিখতে পারেন

1 Like

@MahabubMunna ধন্যবাদ আপনাকে দিক নির্দেশনা মুলক মতামতের জন্য।

1 Like