গ্রামীণ জন জীবন।

নদীর বুকে নৌকা নিয়ে মাছ ধরাটা বাঙ্গালী পুরাতন ঐতিহ্য।

মাছে ভাতে বাঙ্গালি বলা হয় বাংলার মানুষ কে। নদী মাতৃক দেশে রয়েছে অনেক মাছ। নদী নালা খাল বিলের রয়েছে প্রচুর মাছ৷ গ্রামের মানুষের জীবন জীবিকার অর্ধেক যোগান দেয় এই নদীর মাছ থেকে। এমনি এক মাছ শিকারীর সাথে এক দিন। নদীর পাড় ঘেঁষে ছড়িয়ে ছিলো জাল।

মনে হয় সকালের দিকে রেখে গিয়েছিলো আর তুলতে এসেছে বিকেলের দিকে। কারণ এই জাল থেকে যে মাছ উঠে তা নিজের খাওয়ার জন্য রেখে বাকি টুকু বাজারে বিক্রি করে দেয়। আর গ্রাম অঞ্চলে সকাল আর বিকেলে বাজার বসে। অতিরিক্ত মাছ বিক্রি করে পরিবারের অন্যান্য জিনিসের যোগান করে। তাজা মাছের সাদ পেতে চাইলে গ্রামের কোন বিকল্প নেই। কেননা এখানে নদীর পাড়েই বাজার গড়ে উঠে। সকাল বেলার সবজি বিকেল বেলার সবজি টাটকা কৃষক তুলে বিক্রি করতে নিয়ে আসে।

এই ছবিতে এমনি এক দৃশ্য দেখানোর চেষ্টা করেছি। মাছ শিকারী যখন জাল তুলতে লাগলো তখনো তার মুখে হাসির কোন জুড়ি নেই। কিন্তু আসতে আসতে যখন জালের মাঝের দিকে যায় তখনি মাছে পেতে থাকে আর তর মুখ হাসিতে ভরে উঠে। রক্তিম বিকেলের মতো হাসিতে ফুটে ওঠে তার মুখ। বেশি আনন্দের কাটে তাদের সাধারণ জীবন। যতটুকু পায় তাতেই থাকে তাদের শুকরিয়ার আলহামদুলিল্লাহ। বাংলাদেশ নদী মাতৃক দেশ।

16 Likes

This content has been removed.

2 Likes

সুন্দর লেখার জন্য ধন্যবাদ

1 Like

অসংখ্য ধন্যবাদ।

1 Like

অসংখ্য ধন্যবাদ

1 Like