ঘুরে আসুন ম্যাটাডোর থিম পার্ক

ঢাকার ভিতরে পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানোর জন্য ম্যাটাডোর থিম পার্ক খুবই আদর্শ জায়গা। এই পার্কের দুইটি সেকশন আছে। একটি ড্ৰাই সেকশন বা ড্ৰাই পার্ক এবং অপরটি ওয়াটার সেকশন বা ওয়াটার পার্ক।

কোথায় অবস্থিত

ম্যাটাডোর থিম পার্ক ঢাকা জেলার কামরাঙ্গীর চর থানার রসুলপুরে অবস্থিত। এটি গাবতলী-বাবুবাজার সড়কের পাশে হাজারীবাগ এলাকার কাছে অবস্থিত।

গুগল ম্যাপ লিংক: https://bit.ly/3ojpAS7

কিভাবে যাবেন

ঢাকা শহরের যেকোনো জায়গা থেকে বাসে উঠে চলে আসুন মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এর কাছে বেড়িবাঁধ তিন রাস্তার মাথা। সেখান থেকে অটো, লেগুনা, বাস দিয়ে চলে আসুন ম্যাটাডোর থিম পার্ক। এছাড়া ধানমন্ডি, আজিমপুর, লালবাগ, হাজারীবাগ থেকে রিক্সা বা সিএনজি দিয়েও আসতে পারেন।

কি আছে এই পার্কে

ড্ৰাই পার্কে ৯ টি রাইড আছে। কিছু রাইড বাচ্চাদের জন্য। আবার কিছু রাইড এডাল্টদের জন্য। প্রতিটি রাইডই বেশ মজাদার। ওয়াটার পার্কে ৩ টি পুল আছে। একটি ফ্যামিলি পুল। একটিতে আর্টিফিশিয়াল ওয়েব তৈরী করা হয়। অপরটিকে ২/৩ টি রাইড আছে। শুক্র, রবি এবং মঙ্গল বার ওয়াটার পার্কে ডিজে পার্টি থাকে।

টিকেট

ড্ৰাই পার্কে প্রবেশ ফি ১০০ টাকা। ওয়াটার পার্কে প্রবেশ ফি ৪৫০ টাকা। বাচ্চাদের জন্য আলাদা পলিসি আছে। এছাড়া বিভিন্ন প্যাকেজ আছে। কাউন্টার থেকে বিস্তারিত জেনে নিবেন। ওয়াটার পার্কের টিকেট কাটলে ড্ৰাই পার্কের জন্য আলাদা করে প্রবেশ টিকেট কাটা লাগেনা। তবে রাইডে উঠার জন্য ভিতরের কাউন্টার থেকে টিকেট কাটতে হবে। ভিতরের রাইড গুলোর মূল্য ১০০ টাকা এবং ৫০ টাকা।

আমার অভিজ্ঞতা

আমি ওয়াটার পার্কের প্রবেশ টিকেট কেটেছিলাম। পছন্দ মতো ড্ৰাই পার্কে ১ টি রাইডে উঠেছিলাম। আমার কাছে ড্ৰাই পার্ক থেকে ওয়াটার পার্ক বেশি ভালো লেগেছিলো। ওয়াটার পার্কে ১০০ টাকা দিয়ে লকার ভাড়া পাওয়া যায়। এছাড়া পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা চেঞ্জ রুম আছে। এটি আমার খুব পছন্দ হয়েছে।

আমার প্রবেশ টিকেটের সাথে ফ্রি আইসক্রিম এবং সফ্ট ড্রিঙ্কস ছিল। ভিতরে বিভিন্ন রকমের খাবার কিনে খাওয়া যায়। আমি যেদিন গিয়েছিলাম সেদিন ডিজে পার্টি ছিল। এটি আমি খুব উপভোগ করেছি। তবে ঐদিন অনেক ভীড় ছিল। তাই সব থেকে ভালো হয় ছুটির দিন এড়িয়ে যাওয়া।

পার্কের একদম সাথেই আছে বৈদ্যুতিক গ্রিড সাবস্টেশন। কিছু রাইড খুবই কাছাকাছি। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কতৃপক্ষের এই বেপারে সতর্ক থাকা উচিৎ।

#connectdayBangladesh #localguidesbd

23 Likes

Hey @rashedul-alam thanks for sharing the information regarding this theme park . I would like to suggest you to add pictures of that theme park in your post as pictures attract many guides towards your post .

Small request : please add the Google map link of this place.

How’s your experience here and what’s the entry price ?

Thanks and have a nice day :blush:

3 Likes

@rashedul-alam আরো ২/১ টা ছবি দিলে ভাল হত । খুব সুন্দর লিখা হেডিং গুলো Bold করে দিয়েন তাহলে দেখতে সুন্দর লাগবে

4 Likes

@MahabubMunna ভাই আপডেট করে দিয়েছি। আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

1 Like

@Mukul_Anand thanks for your comments.

3 Likes

ধন্যবাদ, লেখার জন্য। আরও লেখা চাই

3 Likes

ফ্যামিলি + ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসার জন্য এটা খুবই সুন্দর একটা জায়গা।

1 Like

@Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 মন্তব্যের জন্য ধন্যবাদ। জি আমি অবশ্যই চেষ্টা করবো।

2 Likes

অনেক সুন্দর একটা জায়গা। দুইবার গিয়েছিলাম সবাইকে নিয়ে।

1 Like