গোপালগঞ্জে পদ্ম বিলের স্বর্গ

ঘুরে আসুন গোপালগঞ্জের বলাকইড় বিলে পদ্মফুলের গালিচায়!

বিলে ফুটে থাকা অজস্র পদ্মের সৌন্দর্য আসলেই অপার্থিব! চিরায়ত গ্রাম বাংলার অন্যতম মন ভোলানো দৃশ্য এটি। এমন নয়নাভিরাম দৃশ্য গোপালগঞ্জের বলাকউড় বিলে গেলেই এখন দেখা মিলবে। চারিদিকে তাকালেই মনে হবে পদ্মফুলের গালিচা, পরিবার-পরিজন বা বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারেন এ পদ্মবিল থেকে…

জলজ ফুলের রানি খ্যাত পদ্ম ফুল ফুটছে গোপালগঞ্জের বলাকউড় বিলে। যা দেখতে প্রতিদিনই দেশি-বিদেশি হাজারও পর্যটক ভিড় করছেন পদ্ম বিল এলাকায়। পর্যটকদের ভিড়ে বিনোদনপ্রেমীদের প্রিয় স্পট হিসেবে রূপ নিচ্ছে বলাকইড় পদ্মবিল।

ফটোগ্রাফার: Sabbir Islam

#connectdayBangladesh #localguidesbd

11 Likes

Lotus Lotus everywhere true heaven @TausifAkbar thanks for Sharing this post with us , will you please share the location of this place and tell us about your experience?

Beautiful lotus field, thanks for sharing @TausifAkbar