চাঁদপুরের ফরিগঞ্জের বিখ্যাত আউয়ালের মিষ্টি

মিষ্টি বাংলাদেশে খাবারের তালিকায় অন্যতম পছন্দের ও লোভনীয় খাবার, বিশেষ করে কারো সংবাদ, নতুন চাকরি, সন্তান জন্ম নেওয়া, স্কুল কলেজে ভালো রেজাল্ট করা সহ কারো বাসায় অতিথি হয়ে যাওয়ার সময়ও মিষ্টির চাহিদা আছে, এমন কি বিয়ে স্বাদী, জন্মদিন সহ বিশেষ বিশেষ দিনে এর ব্যাপক চাহিদা। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মিষ্টি টেস্ট করার সৌভাগ্য হয়েছে এবং চাঁদপুরের ফরিদগঞ্জেরও, নিজে গিয়ে সরাসরি কেনা হয়নি এর আগে, তবে ঈদ উল আজহা উপলক্ষে এইবার নিজে গিয়ে কেনার অভিজ্ঞতা হয়েছে তাই শেয়ার করলাম এখানে, হয়তো অনেকেই উপকৃত হবেন।

এক নামেই চাঁদপুরের মানুষ জন ফরিগঞ্জের বিখ্যাত আউয়ালের মিষ্টি চিনেন বা জানেন, যে বা যারা টেস্ট করেছেন ভালোই ফিডব্যাক দিয়েছেন। খুব সুস্বাদু এবং নরম। হাতে বানানো মিষ্টি, সেই আদি স্টাইলে, আপনি চাইলে ভেতরে অনুমুতি নিয়ে দেখতে পারবেন, এক দল বানিয়ে যাচ্ছেন, অত্তাধিক তাপমাত্রা ভেতরের দিকে, চাইলে আপনি বসে মিষ্টি ও পরটা দিয়ে নাস্তাও সেরে নিতে পারবেন, ভেতরে পর্যাপ্ত বসার ব্যবস্থা রয়েছে।

**"**আউয়াল সুইটস" চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে এর অবস্থান। ১৯৫২ সালে দোকানটি চালু করেন হাজী আব্দুল আউয়াল। এখনোও চলছে। দিন দিন বাড়ছে পসার। ওই এলাকায় আউয়াল সুইটসের মিষ্টি অনেকটাই আভিজাত্যের প্রতীক। উৎসব ছাড়াই সারা বছরই ভিড় লেগে থাকে দোকানে। বয়োবৃদ্ধ আব্দুল আউয়ালের দোকানটি চালাচ্ছেন তাঁর ছেলেরা। (সূত্রঃ প্রথম আলো) ভিডিও দেখুন এখানে প্রথম আলো প্রতিবেদন

কিভাবে যাবেনঃ ঢাকার সদর ঘাট থেকে লঞ্চ যোগে চাঁদপুর নেমে, সিএনজি করে সরাসরি ফরিদগঞ্জ বাজার। লঞ্চে ভাড়া সিটে ১০০ - ১৫০, ফাস্ট ক্লাসেঃ ২০০ - ২৫০ টাকা, কেবিনঃ সিঙ্গেল ৬০০ - ১০০০/- / চাঁদপুর ঘাট থেকে ফরিদগঞ্জ বাজারে ৩০০ - ৩৫০ টাকা সিএনজি ভাড়া নিবে। ঢাকা থেকে চাঁদপুর যেতে ৩.৩০ মিনিট (সাড়ে ৩ ঘন্টা), চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে ফরিদগঞ্জ বাজারে ৩০ - ৪৫ মিনিট (সিএনজিতে)

লোকেশনঃ চাদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা বাজার

আউয়ালের মিষ্টির কেজিঃ ২৮০/-

বাইকে / গাড়িতে / সিএনজিতে / অটোতে আনা যায়

অনলাইনে কেনা বেচা হয় কিনা সঠিক জানা নেই

অনেক বেশি অর্ডার করতে চাইলে আগেই অর্ডার করে রাখতে হবে কাউকে দিয়ে বুকিং মানি সহ

22 Likes

@AsiveC ভাই,

মিষ্টি নিয়ে খুব সুন্দর একটা পোস্ট। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

মিষ্টিগুলো বেশ সুস্বাদু দেখাচ্ছে এবং দামটাও তুলনামূলক কম। ওদিকে গেলে অবশ্যই ট্রাই করবো।

1 Like

@AsiveC কিছুদিন আগেই খেলাম ভাই :yum: । যাইহোক তথ্যবহুল পোস্ট। কিছু ক্লোজশট ভিউ ছবি আলাদা যুক্ত করলে ভালো হতো সেই সাথে ম্যাপস লিংক।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

হ্যাপী গাইডিং!

1 Like

@AsiveC চাঁদপুর গিয়েও আউয়ালের মিষ্টি খাওয়া হলোনা সময়ের অভাবে। :sweat: পরের বার গেলে হবে। :grinning:

1 Like

@Designer_Biswajit খেয়ে আসবেন নাকি :slightly_smiling_face: আপনার তো মিষ্টি খুব পছন্দ :smile:

1 Like

@ShafiulB ওরা নাকি ছবি তুলতে আপত্তি করে, অনুমুতি নিলেও নাকি তুলতে দেয় না, যাই হউক ওদের পলিসি আর কি ! তাও অনুমুতি সাপেক্ষে রাতে যত টুকু সম্ভব ছবি নিয়েছি, আর হ্যাঁ ম্যাপ এড করার ব্যাপার ভালো বলেছেন, নেক্সট টাইম মনে রাখবো…

@JakariaSultan হ্যাঁ মিষ্টিটা আসলেই খুব নরম / সফট ! সুস্বাদুও বটে