আমি ইতিমধ্যেই গুগল লোকাল গাইড এর লেভেল সেভেন (7)অর্জন করেছি। এখন আমি আমার গিফট কিভাবে পেতে পারি?
অনুগ্রহ পূর্বক আমাকে সাহায্য করবেন প্লিজ!
আমি ইতিমধ্যেই গুগল লোকাল গাইড এর লেভেল সেভেন (7)অর্জন করেছি। এখন আমি আমার গিফট কিভাবে পেতে পারি?
অনুগ্রহ পূর্বক আমাকে সাহায্য করবেন প্লিজ!
গুগল সবসময় সব দেশে গিফট অফার করে না।
আপনার প্রোফাইল থেকে ঘুরে এলাম। একই রকম অনেক ছবি পোস্টিং গুগল ম্যাপস এর পলিসি লঙ্ঘিত করে ও আপনি কোন জায়গায় ব্যাক্তিগত ছবি দিতে পারেন না। পাশাপাশি রিভিউ লিখলে সবখানে নাইছ প্লেস না লিখে এমন কিছু লিখবেন যা মানুষকে সহায়তা করবে । হোকনা বাংলা, তাতে তো কোনো সমস্যা নেই।
আর আপনার উদ্দেশ্য যদি গুগল থেকে গিফট পাওয়া হয় তাহলে মনে হয়না লোকাল গাইডিিং আপনার জন্যে। লোকাল গাইড হওয়ার মূল অনুপ্রেরণা হচ্ছে মানুষকে সাহায্য করা।
ধন্যবাদ ভাইয়া
শুধরিয়ে দেয়ার জন্য
Hello @Alihosain
My first words to you would be a warm and friendly welcome.to connect forum. As you may know already,it’s the official site and hub of local guides. Who are local guides? They are volunteers who freely contribute to improve the maps and even the world.
When it comes to local guides and gifts,there is no rule that says you get a gift at a specific level. There are perks offered sometimes to say thank you to some local guides, meanwhile that’s not sure. Most local guides don’t even get that. Therefore please keep in mind that the Local guides program is a voluntary program. That said please keep contributing freely without even expecting any gift in return. You may get a thank you perk or you may not.
For more on this, please read: Question about a Local Guides reward email? Read this first
The last thing I will like to present to you is A Welcome-to-Connect-Card . Also kindly tell is more about yourself Here on the monthly thread thank you.
Cheers