সবুজ ফসলের মাঠ, সুয়াগাজী কুমিল্লা

(সবুজ ধান গাছ)

চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সামনের দিকে দৃষ্টি যতদূর পর্যন্ত যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। এই এলাকার ৭০-৮০% মানুষ কৃষি কাজের সাথে জড়িত। তারপরেও তাদের মুখের দিকে তাকলে দেখা যায় এক অন্যরকম সুখ। যেটা শহরের বড় বড় অট্টালিকা মধ্যে যারা থাকে, তাদের মুখেও তা দৃশ্যমান নয়।

(সবুজ ধান গাছ)

মনে হয় সুবুজের এক নীলাভুমি। ধান গাছগুলো বড় হয়ে গেছে। আর কিছু দিনের মধ্যেই কৃষক কেটে ঘরে নিয়ে আসবে।

13 Likes

অনেক সুন্দর একটা গ্রাম, একবার গেলে বারবার যেতে ইচ্ছে করবে। গ্রামের মানুষ গুলোও অনেক ভালো।