ক্যাপশনঃ কালবৈশাখী এর পূর্ব মূহুতে।
Pic: @GaziSalauddinbd
আমাদের দেশে কালবৈশাখী একটি প্রাকৃতিক দুর্যোগের নাম।বৈশাখ মাসে এই ঝড় কে কালবৈশাখী বলা হয়ে থাকে। সাধারণত বাংলা মাস, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে এই ঝড় হয়ে থাকে। ইংরেজি এপ্রিল ও মে মাসে এই ঝড় হয়ে থাকে।
কালবৈশাখী ঝড় উত্তর – দিক থেকে প্রবাহিত হয় বলে একে ইংরেজিতে নরওয়েস্টার বলা হয়।
এই সময় শিলাবৃষ্টি ও বজ্রপাত হয়ে থাকে।
ক্যাপশনঃ কালবৈশাখী ঝড় চলমান-চিত্রে
pick:@GaziSalauddinbd.
ক্যাপশনঃ ঝড় এর মাত্রা যখন খুব বেশি।
pick: @GaziSalauddinbd .
মোবাইল ফোন দিয়ে তোলা ছবি
মডেলঃ Samsung A31.
ধন্যবাদ
Gazi Salauddin
#BDLG