টুয়াক নীলাদ্রি লেক

টুয়াক নীলাদ্রি লেক
বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটি হচ্ছে কক্সবাজার। কক্সবাজার জেলায় অনেক পর্যটন কেন্দ্র রয়েছে।তার মধ্যে নতুন করে আবির্ভাব হয়েছে টুয়াক নীলাদ্রি লেকের।

ছবিঃ টুয়াক নীলাদ্রি লেকের স্থির চিত্র।

কক্সবাজারের ঈদগাহে উপজেলা ঈদগড় রোড়ে হয়ে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে গড়ে উঠেছে লেক বিশিষ্ট নতুন এই এলাকা লেক।কক্সবাজার শহর থেকে প্রায় ৫০ কি. মি. দূরত্ব।অবশ্য যাতায়ত ব্যবস্তা অনেক সহজ ও সুন্দর।

ছবিঃ চার পাশে পাহাড় মাঝখানে লেক।

অনেক উঁচা উঁচা পাহাড়ের মাঝখানে লেকের আবিষ্কার।লেকের পানি প্রাকৃতিক ভাবে আসে।লেকের বিশেষ আকর্ষণ সবুজ আর সবুজ বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পাবেন।

ছবিঃ লেকের কিছু স্থির চিত্র।

লেকে অসাধারণ নৌকা ভ্রমণ করার সুযোগ আছে। ভ্রমণ পিপাসুদের জন্য নতুন মাত্রা যোগ করছে নৌকা ভ্রমণ।জনপ্রতি ৫০ টাকা দিয়ে সম্পূর্ণভাবে লেক দেখতে পারবেন।

ছবিঃ নৌকায় উঠার স্থির চিত্র।

টুয়াক নীলাদ্রি লেক ভ্রমণ প্রেমিদের জন্য নতুন মাত্র যোগ করতে যাচ্ছে।লেকের পরিবেশটা অসাধারণ লাগবে।উঁচা উঁচা পাহাড় দেখার পাশাপাশি লেক সুন্দর সময় কাটাতে পারবেন।লেকের পরিবেশটা দেখার মত যার কারণে ফ্যামিলি,বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য জায়গায় ঘুরে আসতে পারেন।কিন্তু সাথে করে খাবার সহ প্রয়োজনীয় জিনিস নিয়ে যাবেন।লেকে ছোট দুইটা দোকান আছে তেমন কিছু পাওয়া যায় না।


ছবিঃ লেকের স্থির চিত্র।

সব শেষে বলব পরিবেশ অনেক সুন্দর।লেকের প্রবেশের জন্য কোন প্রকার চার্জ লাগে না।সময় করে ঘুরে আসতে পারেন।

18 Likes

Besh bhalo laglo pore. Opar bangla’r aro emon post’r jonno agrohe thaklam.

2 Likes

ধন্যবাদ ভাইয়া।ইনশাআল্লাহ দেখা যাবে।

1 Like

ছবিগুলো বেশ সুন্দর। জীবন্ত!

1 Like

সুন্দর এই ছবিগুলো দেখেই লেকের প্রাকৃতিক সৌন্দর্য অনুধাবন করতে পারছি। মনে হচ্ছে প্রকৃতিপ্রেমীদের জন্য সময় কাটানোর উপযুক্ত স্থান। এই লেক সম্পর্কে বিস্তারিত এখানে শেয়ার করার জন্য @Kapiluddinshahin আপনাকে ধন্যবাদ :heart:

1 Like

নতুন একটি স্থান সকলের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ @Kapiluddinshahin

2 Likes