সুখিয়ার সুখের মালাই।

সম্পূর্ণ কাপ ভর্তি করে দুধের সর মালাই দেশের খুব কম যায়গাতেই পাবেন। দুধকে বেশ সময় নিয়ে জ্বাল করে এ মালাই প্রস্তুত করা হয়। দুই কাপ মালাই এর জন্য প্রায় চার ঘন্টা আগে অর্ডার দেয়া লেগেছে। বিকাল ৬ টায় অর্ডার দিয়ে রাত ১০ টায় পেয়েছি।

স্বাদ ১০/১০

দাম ৩০ টাকা প্রতি কাপ।

লোকেশনঃ সুখিয়া বাজার, সুখিয়া ইউনিয়ন, পাকুন্দিয়া উপজেলা, কিশোরগঞ্জ।

https://www.youtube.com/watch?v=wBHqX9XDTPA

11 Likes