অমর একুশে বইমেলা ২০২২ মিটআপ

অমর একুশে বইমেলা ২০২২ মিটআপ

বছর ঘুরে আবার এল প্রাণের বইমেলা। প্রতিবছর বইমেলা বা অমর একুশে উপলক্ষ্যে একটা মিটআপ বাংলাদেশ লোকাল গাইডস এর ঐতিহ্য বলা যায়।

এবছর বইমেলার সময় যেহেতু কম, আমরা এই শুক্রবারেই (১৮ ফেব্রুয়ারি ২০২২) মিটআপ এর আয়োজন করছি। বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা। সোহরাওয়ার্দী উদ্যানে।

আমরা সবাই বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের গেটে (বাংলা একাডেমীর বিপরীত পাশে) মিলিত হবো। এরপরে মেলা ঘুরে দেখবো। ম্যাপ্স/ কানেক্ট সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে সেগুলো উত্তর করা হবে। ম্যাপ্স/ কানেক্টে স্প্যাম (অযাচিত পোস্ট) কিভাবে বন্ধ করা যায় এটা গুরুত্ব পাবে।

সবাইকে বইমেলার তথা সরকারি নিয়ম অনুযায়ী যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ এই মিটআপে অংশগ্রহণ করছেন মানে এই ব্যাপারে সম্মত হচ্ছেন যে আপনি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং অনাকাঙ্ক্ষিত কোন দূর্ঘটনা ঘটলে আয়োজক (বাংলাদেশ লোকাল গাইডস) কোনভাবেই দায়ী থাকবে না।

১৮ ফেব্রুয়ারি ২০২২, রোজ শুক্রবার।
বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা।
সোহরাওয়ার্দী উদ্যানের গেট।
যোগাযোগের মোবাইল নাম্বার ইভেন্টের দিন ওয়ালে শেয়ার করা হবে।

অগ্রিম ধন্যবাদ,
আশা করছি অনেকদিন পরে সবার সাথে একটা প্রাণবন্ত সময় কাটবে।

Facebook Event Link: https://fb.me/e/31pVByVNg

44 Likes

@anazizullah thanks for organizing! :heart:

5 Likes

ধন্যবাদ @AbirAryan
আশা করি দেখা হবে।

5 Likes

ঢাকার বাইরে থাকার জন্য এবার অংশগ্রহন করতে পারছি না ভাইয়া :disappointed_relieved: @anazizullah

7 Likes

অনেক দিন পর সবার সাথে দেখা হবে, প্রানের মেলায় প্রনবন্ত সময় কাটবে ইনশাল্লাহ।

মিটআপ আয়োজনের জন্য বাংলাদেশ লোকাল গাইডস ও @anazizullah ভাই আপনাকে ধন্যবাদ :sparkling_heart:

5 Likes

বই মেলার জন্য সারা বছর অপেক্ষায় থাকি।

কোন জরুরত না থাকলে চেষ্টা করবো উপস্থিত থাকার।

4 Likes

কোন সমস্যা নাই প্রিয় ভাই @Bishnu_Modhu তোর শরীর এখানে না থাকলেও মন এখানেই থাকবে :stuck_out_tongue_winking_eye:

নিরাপদ ভ্রমণ হোক :heart:

3 Likes

ধন্যবাদ @AbdusSattar ভাই :heart:

আশা করছি শুক্রবারে দেখা হবে।

3 Likes

ধন্যবাদ প্রিয় @Soykot_azam ভাই :heart:

আশা করি অনেকদিন পরে দেখা হবে।

4 Likes

ইনশাআল্লাহ @anazizullah দেখা হবে।

3 Likes

অবশ্যই @anazizullah ভাই, মিটআপে অংশগ্রহণ করার যথাসাধ্য চেষ্টা করব। আসলে দেখা হবে ইনশাল্লাহ

ভালো থাকবেন :heart:

3 Likes

Hope to join… :blush:

Thanks for arranging the meet up @anazizullah Brother

3 Likes

মিস করব :sob: :sob:

3 Likes

ইনশাআল্লাহ

2 Likes

সময় অভাবে হয়তো পারবো নাহ :sweat:

2 Likes

@anazizullah ইনশাআল্লাহ দেখা হবে

2 Likes

Hope to see you all (Insha Allah) @anazizullah

2 Likes

ইনশাআল্লাহ সবার সাথে দীর্ঘ সময় পরে আবার দেখা হবে।

1 Like

ধন্যবাদ।

দেখা হবে নিশ্চয়ই অনেকের সাথে।

আচ্ছা আলোচনা পর্ব কি থাকবে বিভিন্ন সমস্যা সমাধানে অথবা পরামর্শমুলক

2 Likes

ইনশাআল্লাহ্‌ ভাইয়া @ImranHossain_BDLGs