সিলেটের সুনামগঞ্জের অন্যতম একটি সুন্দর জায়গা হচ্ছে লাকমাছড়া। এই জায়গাটির একপাশে বাংলাদেশ ও অপরপাশে ভারত। ভারতের লাকমাছড়া ঝর্ণার পানিটা এখানে আসে। বাংলাদেশ থেকে ঝর্ণাটা দেখা যায়না। তারপরেও আশেপাশের সবুজ প্রকৃতি আর ঝর্ণার পানি দিয়ে তৈরি ছড়া ভ্রমণ পিপাসুদের মন ভরাবে। লাকমাছড়াতে গিয়ে আমার তোলা কিছু ছবি সবার সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে।
সুনামগঞ্জের বুকে আরেক জাফলং
In fact one of nature another kind of youth. Which makes you want to see more. The pics are very beautifu.
@imonbarman , সুনামগঞ্জ আসলেই সব সৌন্দর্য দিয়ে ভরপুর
Hi @Saiyen
Another great post. I love nature and green. Try to visit there once. Thanks for sharing.
Thanks for your comment @Jahidpathan
সুনামগঞ্জ শহর থেকে তারপর কিভাবে যেতে হয় এখানে?
ধন্যবাদ @Soykot_azam ভাইয়া। আশা করছি আপনিও চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করবেন।
Thanks for your comment @Designer_Biswajit dada
জায়গাটা খুব সুন্দর। ছবিগুলোও ভালো তুলেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর দিয়ে তাহিরপুর যেতে হবে। টেকেরঘাট যেটাকে বলে। সেখান থেকে বাইক ভাড়া করে আপনি শিমুল বাগান, বারিক্কাটিলা আর টেকেরঘাট ঘুরে আসতে পারবেন। এছাড়া ঘাটে নেমে কয়েক মিনিটের হাঁটা রাস্তায় নীলাদ্রি লেক পাবেন।
ধন্যবাদ বৌদি
size mutluluğu anlatamam ama gösteririm der gibi resimler harika
Great post. Thanks for sharing
হেই,
লাকমাছড়া সুন্দর ছবি গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভ্রমণ করার জন্য সুন্দর একটি জায়গা হবে।
টেকেরঘাট থেকে নোয়াপাড়া আসলে আপনি দেখতে পাবেন আকিজ সিটি সেন্টার। আধুনিক শপিংমল যেখানে আসলে মনটা জুড়িয়ে যায়।
This is so beautiful the surrounding green is so refreshing and makes me want to spend a day splashing in the water!
অসাধারণ ছবি এড করেছেন। ধন্যবাদ আপনাকে।
@Saiyen খুবই সুন্দর জায়গা,সুনামগঞ্জে এমন ঝর্ণা আছে জানা ছিলো না, তুলে ধরার জন্য ধন্যবাদ।