গ্রীন ভ্যালি পার্ক, নাটোর জেলার লালপুর উপজেলায় অবস্থিত। উত্তরবঙ্গের সবচেয়ে সুন্দর সাজানো-গোছানো পরিকল্পিত পার্ক। উপজেলা সদর থেকে দুই কিলোমিটার ও ঈশ্বরদী উপজেলা থেকে 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত।
গ্রীন ভ্যালি পার্ক চমৎকার বিনোদনকেন্দ্র ছোট-বড় সবার কাছেই। সম্প্রতি আমি ঘুরে এসেই আমি এই পোস্টটি করলাম। এ পার্কটি 123 বিঘা জায়গা নির্মিত হয়েছে।
প্রাকৃতিক ভাবে খুবই সুন্দর করে সাজানো হয়েছে। এখানে শুটিং স্পট, পিকনিক স্পট, কনসার্ট, গাড়ি পার্কিং, নামাজের স্থান, ক্যাফেটেরিয়া, কফিশপ, সভা-সেমিনার করার মতো ব্যবস্থা রাখা হয়েছে।
পার্কটিতে অনেক রাইড রাখা হয়েছে। উল্লেখযোগ্য স্পিডবোট রাইড,মিনি ট্রেন, নাগরদোলা, পাইরেট শিপ,প্যাডেল বোট, merry-go-round সহ ইত্যাদি রাইড উপভোগ করা যায়। একদিনের জন্য পরিপূর্ণ বিনোদন ও সবুজের সমারোহে কাটাতে চাইলে আপনিও পরিবারসহ ঘুরে আসতে পারেন ।
দিনটি ভালোই কাটবে আমি মনে করি। পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা খোলা থাকে সকাল 9 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত। ওয়াটার পার্ক 300 টাকা। গাড়ী পার্কিং 10-300 টাকা পর্যন্ত।