হঠাৎ এক সন্ধ্যায় ঘুরতে গিয়ে।

  1. বাহিরে রেস্টুরেন্টে গিয়ে খেতে কে না ভালোবাসে। আমিও এক সন্ধ্যায় হঠাৎ ঘুরতে গিয়ে রেস্টুরেন্টে খাওয়ার সময় একটা ছবি পোস্ট করতে মন চাইলো।

9 Likes

@UmmeB টাইটেল এবং ছবির লেখা ক্ষেত্রে আরও মানোন্নয়নের প্রয়োজন আছে।

কষ্ট করে পোস্ট করা হলো কিন্তু এই পোষ্টের মূল উদ্দেশ্য যদি পাঠক বুঝতে না পারে তবে শ্রম সময় দুই টাই বৃথা।

টাইটেলটা এমন হতে পারত বিকেল বেলার খাবার চটপটি ফুচকা

ছবির নিচে ফুচকার কিছু বর্ণনা এবং বাকি কথাগুলো কারণ আপনার ইচ্ছে হয়েছে এখানে ছবি পোস্ট করছেন সেটা যদি কারো উপকারে না আসে তবে সেটা আসলে মূল্যহীন আশা করি সামনের দিনগুলোতে আরো আন্তরিক হবেন

3 Likes