গ্রাম বাংলার রুপ ❤️❤️

অফরোড এত্ত সুন্দর হতে পারে বছর দুয়েক আগেও আমার ধারনাতে ছিলো নাহ!

গতবছর উলিপুর কুড়িগ্রাম গিয়েছিলাম একটা কম্বল প্রজেক্ট এর কাজে প্লান ছিলো কাজ শেষ করে অফরোড দিয়ে অন্য জেলায় ঢুকবো সেই হিসেবে উলিপুর>জাকুয়াগঞ্জ হয়ে সুন্দরগঞ্জ দিয়ে গাইবান্ধা ঢুকেছিলাম শুধু তাই নাহ জাকুয়াগঞ্জ থেকে হেটেই সুন্দরগঞ্জ গুদারা পার হয়ে গাইবান্ধা ঢুকেছিলাম।

এই পথে এমন চোখ জুড়ানো দৃশ্য পেয়েছিলাম এখনো চোখের সামনে ভেসে উঠে। সেই লোভ এবারো কম্বল প্রজেক্টে গিয়ে পেয়ে বসেছিলো কিন্ত সময় স্বল্পতা র কারনে তা আর পারিনি। তাই উলিপুরেই ঘুরেছি। ছবিগুলো উলিপুরের অনন্তপুর গ্রামের। আরো কিছুদুর গেলেই পেয়ে যাবেন ব্রম্মপুত্র নদ সে এক মনোরম দৃশ্য। চর/ গ্রাম/ গ্রামের সহজ সরল মানুষজন ব্রম্মপুত্রে দাপাদাপি মুহুর্ত গুলো অসাধারণ বর্ননা করতে পারছি নাহ!

সবচেয়ে বেশী মুগ্ধ করেছে গ্রামের মানুষগুলোর সরলতা আর আতিথ্য। কারো সাথে দাঁড়িয়ে গল্প করেছি কারো দুয়ারে বসে আলাপ করেছি আবার কারো ঘরে উকি মেরে জিজ্ঞেস করেছি খালা দুপুরে কি রানছেন আইতাছি খালা আবার রিপ্লাই ও দিয়েছেন মুচকি হেসে আহেন। গ্রামের প্রতিটা বাচ্চা গুলো মজার চরিত্রের। বাচ্চাদের কথা মাথায় রেখেই সাথে করে কিছু চকলেট নিয়ে যাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওরা প্রথমে কাছেই আসতে চায় নাহ তবে যখন এসেই পরে আর সরতেই চায় নাহ।

কিভাবে যাবেন?

শুধু গ্রাম গঞ্জ দেখার জন্য গেলে হয়তো আপনার পোষাবে না তবে যদি ওইদিকে যান তাহলে ঘুরে আসতে পারেন। ঢাকা থেকে শ্যামলি/ হানিফ/ নাবিল সহ আরো পরিবহণ ওইদিকে সার্ভিস দেয় ভাড়া ৫৫০৳ উলিপুর বাজারে নেমে অটোতে অনন্তপুর গ্রাম ওখানে নামলেই চোখে পরবে এরকম দৃশ্য আর ক্যাম্পিং করার জন্যেও আদর্শ।

কিছু কথা"

প্রকৃতি পরিবেশ এর ক্ষতি হয় এমন কিছু যত্রতত্র ফেলে আসবেন নাহ স্থানীয় দের সম্মান করুন ওনারাও আপনাকে আতি

গ্রাম বাংলা চোখ জুড়ানো রুপ :heart:

রুপ দেখে তার পরান ভরে নাহ :heart: :heart:

মন মতানো রুপ :heart:

10 Likes