সাত্তার মোড় বালুঘাট হতে চলেছে পর্যটন কেন্দ্র।

উত্তরপুর সাত্তার মোড় বালুঘাট এক নামে সবাই চিনে। একসময় এখানে সাত্তার নামের এক ব্যক্তি এখানে একটি চায়ের দোকান দিয়েছিল। তার নামকরণ এই জায়গাটির নাম সাত্তার মোড় রাখা হয়। তর্তিপুর সেতু থেকে এই মোড়ে পাঁচ টাকা ভাড়া দিয়ে ভ্যানে ও অটো রিক্সা যোগে আসা যায়। সাত্তার মোড় বালুঘাট এর পার্শ্বে পদ্মা নদী আছে। বহুল পরিচিত এই জায়গাটি। উত্তর উজিরপুর সাত্তার মোড় বালুঘাট চিনে না এমন হাতেগোনা লোক কম আছে। এই মোড় টি বাবুপুর এবং উজিরপুরের মধ্যে অবস্থিত। এই মোড়ের খাবার বেশ জনপ্রিয়তা লাভ করেছে। দিনদিন মানুষেরা দোকান পাট দিচ্ছে।