আশুরার বিলের মাঝ দিয়ে তৈরি করা একটি দৃষ্টিনন্দন কাঠের সেতু এবং বিলের চারপাশে সবুজ ধানক্ষেত ছবি : MahabubMunna
বাংলাদেশের গ্রামীণ পরিবেশ বলতে ই বুঝি সবুজ বিস্তীর্ণ শস্যখেত কিংবা ধানক্ষেত আর অদূরে গায়ের পথ কিংবা গ্রাম।এই ধরনের গ্রামীণ পরিবেশ আমাদের সকলের প্রাণ জুড়িয়ে যায় যারা শহরে বসবাস করতে করতে হাঁপিয়ে উঠেছি কিংবা একটু প্রশান্তির জন্য প্রাকৃতিক পরিবেশ খুঁজি। বাংলাদেশের সর্ব উত্তরের দিনাজপুরে নওয়াবগঞ্জ থানায় নওয়াবগঞ্জ ন্যাশনাল পার্কের পাশে এই প্রাকৃতিক বিলের অবস্থান। বাংলাদেশ সরকারের মৎস্য বিভাগ এই বিল কে মৎস্য অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। বর্ষাকালে বড় একটা সময় এই বিল পানির নিচে থাকে এবং শীত কালীন সময়ে রবিশস্য এবং ধান চাষ করা হয়ে থাকে।
বিল এলাকা হওয়াতে এখানে জমির উর্বরতা অনেক এবং প্রচুর ফসল ফলে।
কিভাবে যাবেন: এই বিলে ঘুরতে যাওয়ার জন্য প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থী ছুটে আসে বিল এবং ন্যাশনাল পার্ক ঘুরে দেখার জন্য।
দিনাজপুরের বিরামপুর রেল স্টেশন থেকে অটোবাইকে করে ঘুরে আসতে পারেন এই বিল এলাকা থেকে যেতে 30 থেকে 40 মিনিট সময় লাগবে। ভাড়া : 200 থেকে 250 টাকা রিজার্ভ করে নেয়া যাবে
দিনাজপুর এমন একটি জেলা যেখানে দর্শনীয় ও ঐতিহাসিক অনেক গুলো স্থান রয়েছে। আমি সব গুলো স্থান এ গিয়েছি। এই বিল এর কথা জানা ছিলো না। আগামীতে যাওয়ার ইচ্ছে আছে।
ধন্যবাদ @MahabubMunna ভাই এই স্থান সম্পকে পোষ্ট করার জন্য।
@MahabubMunna ভাইয়া । হ্যাঁ, বলতে গেলে ওই এলাকার মূল আকর্ষণ ওই জায়গাটাই । তবে এর আশেপাশে আরও দুই তিনটা জায়গা আছে, যদিও আমি কখনো যাওয়ার সুযোগ পাইনি তবে আমার বন্ধুরা যায় ওদের ছবিতে দেখেছি ।
বাহ দারুন তো!! ছবি দেখে আমাদের এলাকার শীতকালের হাওরের দৃশ্যগুলো মনে পরে গেলো। ভ্রমণ তালিকায় এই জায়গাটা জায়গা করে নিলো। যাবো একদিন। যাবার উপায়, থাকার উপায়, আর খরচাপাতি কেমন হতে পারে জানালে ভালো হত @MahabubMunna ভাই।