আশুরার বিল - দিনাজপুর : সবুজ গ্রাম বাংলার এক প্রতিবিম্ব

আশুরার বিলের মাঝ দিয়ে তৈরি করা একটি দৃষ্টিনন্দন কাঠের সেতু এবং বিলের চারপাশে সবুজ ধানক্ষেত ছবি : MahabubMunna

বাংলাদেশের গ্রামীণ পরিবেশ বলতে ই বুঝি সবুজ বিস্তীর্ণ শস্যখেত কিংবা ধানক্ষেত আর অদূরে গায়ের পথ কিংবা গ্রাম।এই ধরনের গ্রামীণ পরিবেশ আমাদের সকলের প্রাণ জুড়িয়ে যায় যারা শহরে বসবাস করতে করতে হাঁপিয়ে উঠেছি কিংবা একটু প্রশান্তির জন্য প্রাকৃতিক পরিবেশ খুঁজি। বাংলাদেশের সর্ব উত্তরের দিনাজপুরে নওয়াবগঞ্জ থানায় নওয়াবগঞ্জ ন্যাশনাল পার্কের পাশে এই প্রাকৃতিক বিলের অবস্থান। বাংলাদেশ সরকারের মৎস্য বিভাগ এই বিল কে মৎস্য অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। বর্ষাকালে বড় একটা সময় এই বিল পানির নিচে থাকে এবং শীত কালীন সময়ে রবিশস্য এবং ধান চাষ করা হয়ে থাকে।
বিল এলাকা হওয়াতে এখানে জমির উর্বরতা অনেক এবং প্রচুর ফসল ফলে।

কিভাবে যাবেন: এই বিলে ঘুরতে যাওয়ার জন্য প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থী ছুটে আসে বিল এবং ন্যাশনাল পার্ক ঘুরে দেখার জন্য।
দিনাজপুরের বিরামপুর রেল স্টেশন থেকে অটোবাইকে করে ঘুরে আসতে পারেন এই বিল এলাকা থেকে যেতে 30 থেকে 40 মিনিট সময় লাগবে।
ভাড়া : 200 থেকে 250 টাকা রিজার্ভ করে নেয়া যাবে

হাওরের পাশে দেখা মিলবে কৃষি কাজে ব্যাবহার করা ঘোড়ার বিচরন যা অন্য এলাকায় তেমন একটা দেখা মিলে না

অতিরিক্ত ধান কেটে ফেলেছে কৃষক

বিলের মাঝে একজন কৃষক ধান খেতের আগাছা পরিষ্কার করছে

গবাদি পশুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে ২ জন কৃষক

বিলের পাঁশেই রয়েছে বিশাল শাল বন

গায়ের এক কৃষাণী বিলের মাঝ দিয়ে গ্রামে ফিরছে মাথায় বোঝা নিয়ে

শাল বলের পাস দিয়ে হেতে যাচ্ছে ২ জন পথচারী

ছবিতে আমি মাহাবুব হাসান এবং আবার দুই বন্ধু

গ্রামে এখন ও দেখা মিলে ৯০ দশকের মত কাঠের বাক্সে আইসক্রিম বিক্রি

55 Likes

@MahabubMunna ছবিগুলো সুন্দর হয়েছে ভাই।আমিও গিয়েছিলাম তখন পানিছিল দেখতে ভালো লাগছিল।

4 Likes

ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। দেখেতো মনে হচ্ছে এখনই ঘুরে আসি।

3 Likes

ছবিগুলা সুন্দর হইছে । আমি ঈদের দিন গেছিলাম মানুষের ভিড়ে ধুকতে পারি নাই , পুরা ১-২ কি.মি জ্যাম ছিলো।

4 Likes

গ্রাম আমাদের আদি নিবাস অস্তিত্ব

অসাধারণ ভালো লাগলো

মনে হলো যেন আমি গ্রামেই আছি।

ধন্যবাদ এমন লেখা উপহার দেওয়ার জন্য। @MahabubMunna

2 Likes

সুন্দর এই জায়গাটি সম্পর্কে আগেও শুনেছি। আপনার পোষ্টের ছবিগুলোর মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা দেখা হয়ে গেল এবং বিস্তারিত জানতে পারলাম।

সরাসরি গিয়ে দেখার খুব ইচ্ছা আছে।

@MahabubMunna

আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

3 Likes

একটি নতুন ভ্রমণ দিগন্তের নাম জানলাম। যেতে হবে দিনাজপুর গেলে।

ধন্যবাদ @MahabubMunna ভাই এই ভ্রমণ দিগন্তের সূচনা করার জন্য। :heart:

3 Likes

দিনাজপুর এমন একটি জেলা যেখানে দর্শনীয় ও ঐতিহাসিক অনেক গুলো স্থান রয়েছে। আমি সব গুলো স্থান এ গিয়েছি। এই বিল এর কথা জানা ছিলো না। আগামীতে যাওয়ার ইচ্ছে আছে।

ধন্যবাদ @MahabubMunna ভাই এই স্থান সম্পকে পোষ্ট করার জন্য।

3 Likes

@ShahriarAzadEvan জায়গা খারাপ না তবে মনে হইল এই এলাকার সবার ঘুরতে যাওয়ার জায়গা এইটা

5 Likes

All the pictures look nice. @MahabubMunna Brother, Is the Village name “Aasura”?

2 Likes

বিলের নাম শুধু আসুরা এরিয়ার নাম নবাবগঞ্জ @TuhinSir

3 Likes

অসাধারণ ভাই অতীতে ফিরে গেছিলাম

1 Like

@MahabubMunna ভাইয়া । হ্যাঁ, বলতে গেলে ওই এলাকার মূল আকর্ষণ ওই জায়গাটাই । তবে এর আশেপাশে আরও দুই তিনটা জায়গা আছে, যদিও আমি কখনো যাওয়ার সুযোগ পাইনি তবে আমার বন্ধুরা যায় ওদের ছবিতে দেখেছি ।

1 Like

@MahabubMunna অসাধারন একটি পোস্ট, বিশেষ করে ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আর নব্বইয়ের দশকের কাঠির আসক্রিম গুলো এখনো অনেক মিস করি।

বাহ দারুন তো!! ছবি দেখে আমাদের এলাকার শীতকালের হাওরের দৃশ্যগুলো মনে পরে গেলো। ভ্রমণ তালিকায় এই জায়গাটা জায়গা করে নিলো। যাবো একদিন। যাবার উপায়, থাকার উপায়, আর খরচাপাতি কেমন হতে পারে জানালে ভালো হত @MahabubMunna ভাই।

1 Like

আপনার ছবি গুলো অনেক সুন্দর আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে সবার উপরে থাকা ছবিটা কে অনেক সুন্দর।