This is rockstar status!
Congratulations, you’ve reached Level 7! Your contributions on Google Maps have earned you at least 5,000 points.
এই ই-মেইল যখন নোটিফিকেশনে ভেসে ওঠে দেরী না করে ই-মেইল ওপেন করলাম।
এ যেন এক অন্য রকম ভাল লাগা। আমি মানুষকে সাহায্য করতে পেরেছি আমার ছোট-ছোট অবদান দিয়ে। প্রতিদান চাইনি কিন্তু জায়গা করে নিতে চেয়েছি গুগল লোকাল গাইডারদের পাশে।
This is rockstar status! ওহ !-নিজেকে কিছু ক্ষণের জন্য রকস্টার কল্পনায় ভাসিয়ে দিলাম। আমি এখন লেভেল-৭
আমার জন্য সত্যি এটা বড় একটা পাওয়া। আমি অনেক খুশি। এগিয়ে যেতে চাই আরও বহু দূর। থাকতে চাই সবার সাথে সবার পাশে।
এবার আসি লোকাল গাইডস কানেক্ট নিয়ে কিছু কথায়।
নিচের ব্যাগেসটা সম্প্রতি পেলাম। নিজের অজান্তেই পেয়েছি এটা। কি ভাবছেন আমি খুশি নই? আরে নাহ আমি তো অনেক খুশি। এটা আমার ১ম পোস্ট। আমি কানেক্টের অনেক কিছুই জানিনা, শেখার চেস্টাই আছি। আশা রাখি আপনাদের মত পারদর্শী হয়ে উঠবো।
তবে ভুল করলে ক্ষমা করবেন- সুযোগ দিবেন ভুল শুধরে নেবার।
কথা বলতে বলতে নিজের পরিচয়টাই দেয়া হলো না- আমি মোঃ শামরুল ইসলাম , যশোর- বাংলাদেশ থেকে।
একপা-একপা এগিয়ে যাচ্ছি সবার দোয়া কামনা করছি যেন সবার মাঝে নিজের কাজ গুলো প্রকাশ করতে পারি।
#Bangladesh_local_guides
#Jashore