ঘুরে আসুন ফুলের রাজ্যে"
যদি খুব ভোরে পৌছতে পারেন তাহলে গদখালী ফুলের জমজমাট বাজার ও দেখতে পারবেন। আর ফুল বাগানের দিকে সে এক চোখ জুড়ানো দৃশ্য গ্রামের পর গ্রাম এরকম ফুলের ক্ষেত চোখে পড়বে, সারাদেশের ফুলের চাহিদার অন্তত ৭০ ভাগ ফুল নাকি এই গদখালীতেই উৎপাদন করা হয়।
এ ছাড়াও ঘুরে আসতে পারেন কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত এলাকা"
কবির বাড়িতে ২/১ ঘন্টা অনায়াসে পার হয়ে যাবে।খুব ছিমছাম নিরিবিলি পরিবেশ সাথে দারুন কিছু ফটোগ্রাফি ও হবে। বাড়ি শেষ করে চলে যেতে পারেন কপোতক্ষ নদ দেখতে বা ঘুরতে চাইলে নৌকাতে ঘুরতে পারবেন সে ক্ষেত্রে শেষ বেলা টা দারুন হবে।
সাগরদাঁড়ির ওইদিকে চুকনগরের চুইঝালের মাংসের বেশ সুখ্যাতি তাই খেতে ভুলবেন নাহ! এ ছাড়া শহরের নিউমার্কেটও চুই ঝাল এর গোশত পাবেন।
ঝাপা বাওর ভাসমান ব্রীজ,রাজাগঞ্জ "
ঝাঁপা বাওড়ের অন্যতম আকর্ষণ ভাসমান সেতু। খালি ড্রামের উপর দিয়ে বিশেষভাবে নির্মিত এই সেতু। যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন তারা নির্দ্বিধায় ঘুরে আসতে পারেন। ভাসমান সেতুর উপর থেকে ন্যাচারাল একটা ভিউ পাবেন।
যেভাবে যাবেন:
বাস: ঢাকা থেকে বাসে যশোর চলে আসুন, নন এসি বাস ভাড়া ৪৮০-৫০০ টাকা আর এসিতে ৭৫০-৮৫০ টাকা। এরপর যশোর শহরের চাঁচড়া বাসস্ট্যান্ড থেকে বেনাপোলের বাসে করে ঝিকরগাছা উপজেলার গদখালি বাজারে যাবেন। গদখালি যশোর-বেনাপোল মহাসড়কের পাশেই। শহর থেকে ১৯ কি.মি. দূরত্বে গদখালি পৌঁছাতে সময় নেবে আধ ঘন্টার মত। অথবা ঢাকা থেকে সরাসরি বেনাপোলের বাসে উঠলেই গদখালি নামিয়ে দেবে। হাতের বামে যে রোডটা গেছে সেটা ধরে কয়েক কিলো গেলেই এরকম ফুলের বাগান দেখতে পাবেন অহরহ! বাজার থেকে একটা ভ্যান নিয়ে নিতে পারেন, ঘুরুন ইচ্ছে মতো!
ট্রেন: গদখালি যাবার সবচেয়ে আরামদায়ক বাহন হল ট্রেন। ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে যশোর। চিত্রা সন্ধ্যা ৭টায় কমলাপুর থেকে ছেড়ে যায়। যশোর পৌছায় খুব ভোরে। স্টেশন থেকে বেনাপোলের বাস পেলে ভাল, না পেলে অটোতে করে চাঁচড়া বাসস্ট্যান্ড। এখান থেকে বেনাপোলগামী বাসে উঠলেই গদখালি নামিয়ে দেবে। অথবা রাত ১১ঃ১৫ ছেড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেস আপনাকে সরাসরি ঝিকরগাছা স্টেশন নামিয়ে সেখান থেকে ভ্যান/ অটো/ বাসে চলে যাবেন গদখালী।।
দেশের জনপ্রিয় পর্যটন স্পট কক্সবাজার/ বান্দরবান/ সিলেটের বাইরে যারা দেশের আনাচে কানাচে ঘুরে বেড়াতে পছন্দ করে তাদের কাছে এটা ভাল লাগবেই!
#বিদ্র
যেখানেই যান না কেনো প্রকৃতি পরিবেশ এর ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকুন।