রোড ম্যাপারে এক্সেস পাওয়ার পর থেকে ম্যাপে বলতে গেলে কোন কন্ট্রিবিউট করছি না। এতে কি কোন সমস্যা হবে।
রোড ম্যাপে এক্সেস পাওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 ভাই। আপনি এক সাথে অনেকগুলো প্রশ্ন করেছেন। চেষ্টা করছি আপনার প্রশ্ন অনুযায়ী আমার ব্যক্তিগত মতামত জানাতে।
আরেকটা কথা, এই পোষ্টটি আপনি Local Stories এ না দিয়ে How-tos বা Road Mapper ক্যাটাগরিতে দিলে আরো বেশি উত্তর পাবেন।
১। কোন দিক টা গুরুত্ব দেব
রোড ম্যাপিং এ আপনি যাইই করছেন সবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে কত কিলোমিটার ড্রইং করলেন সেটা বেশি গুরুত্বপূর্ণ বলেই আমি মনে করি। তাছাড়া আপনার ড্র করা রোড ম্যাপে যুক্ত হবে কয়টা চ্যালেঞ্জ গ্রহন করেছেন সেটা ম্যাপে যুক্ত হবে না বা ম্যাপ ব্যবহারকারীর কোন উপকারে আসবে না। কাজেই চ্যালেঞ্জের হিসাবা মাথায় না রাখলেও চলবে। গুগলকে এই হিসাব রাখতে দিন।
২। নিজের দেশকে গুরুত্ব দিতে হবে
সবাই চায় নিজের দেশ কে গুরুত্ব দিতে। আপনিও তাই করতে পারেন। তবে মনে রাখবেন- আপনি যে দেশের রোডই ড্র করুন না কেন তা কিন্ত কারোর না কারোর উপকারে লাগবে। কাজেই গুরুত্বের দিক থেকে সব দেশই সমান। না হলে গুগল শুধু যে দেশের লোকাল গাইড শুধু ওই দেশের রাস্তা অংকনের সুযোগ দিত। তবে নিজ দেশের পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে একজন স্থানীয় লোকাল গাইড ভালো জানে, তাই তার আঁকা রাস্তা বেশি নির্ভুল হবে এটাই স্বাভাবিক। তবে যদি দেখেন আপনি নিজ দেশের রাস্তা বেশি পাচ্ছেন না, তাহলে সময় নষ্ট না করে অন্য দেশের রাস্তা আকতে পারেন। আমি তাই করি।
৩।কিছু চ্যলেঞ্জ আসে সে গুলো এডিট করার পর অংকন 0 কিমি দেখায়**। এতে কি কোন সমস্যা হবে?**
আপনি যদি অন্যের রাস্তা এডিট করেন তাহলে কখনো কখনো শুন্য হয়ে যেতে পারে। যেমন ধরুন একজন ৫ মিটার রাস্তা এঁকেছিল মূল রাস্তা থেকে বেশ দূর দিয়ে। কিন্ত আপনি সেই রাস্তা এডিট করে সঠিক জায়গায় বসিয়ে দিলেন এবং সঠিক জায়গায় বসানোর ফলে রাস্তা দূরত্ব কমে বা বেড়ে যেতে পারে যা আপনার একাউন্টে জমা হবে। আপনি কারোর রাস্তা ডিলিট করে নতুন রাস্তা অংকন করলে, যতটুকু ডিলিট করেছেন প্রথমে ততটুকু আপনার অংকন থেকে বাদ যাবে। তবে আপনি যা ডিলিট করলেন তার পরিমান যদি যা অংকন করলেন তার চেয়ে বেশি হয় তাহলে ০ দেখাবে। ধরুন ২ কিলোমিটার ডিলিট করলেন কিন্ত অংকন করলেন দেড় কিলোমিটার, এক্ষেত্রে ০ দেখাবে। তবে এতে ভয়ের কিছু নাই। তবে একটা জিনিশ মনে রাখবেন গুগল ডিলিট নয় এডিট পছন্দ করে।
৪। রোড ম্যাপারে এক্সেস পাওয়ার পর থেকে ম্যাপে বলতে গেলে কোন কন্ট্রিবিউট করছি না। এতে কি কোন সমস্যা হবে?
এতে সমস্যা হবে না। কিন্ত মনে রাখবেন ম্যাপ্স এবং রোড ম্যাপিং দুইটা আলাদা প্রোগ্রাম। একটার পয়েন্ট অন্যটায় যোগ হবে না। আপনি যদি ম্যাপ্সে কন্টিবিউট না করেন তাহলে আপনি ম্যাপে থেমে থাকবেন। আমার মনে আপনার অল্প করে হলেও ম্যাপ্সে কন্টিবিউশন চালিয়ে যাওয়া উচিত। আমিও তাই করি।
রোড ম্যাপিং সম্পর্কে আরো জানতে এখানে চোখ রাখতে পারেন।
সুন্দর পোষ্টের জন্য অনেক ধন্যবাদ। Happy Road-Mapping, Happy Guiding!
Hi @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05
Let me just add the following:
It would be really helpful if you would move this post to the Road Mapper section where it fits better. Just edit your post again, select the new Topic at the top, and save it again. Further instructions on editing your posts can be found here.
How to choose a section/topic for your Connect post might also be interesting for you.
All the best
Morten
জনাব ধন্যবাদ, আপনার সুন্দর ও গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য
ধন্যবাদ মুকুল ভাই আপনাকে অনেক সময় নিয়ে ও বিস্তারিত ভাবে উত্তর দেয়ার জন্য
Hi @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05
It would be really helpful if you would use the tagging tool when replying to someone here on Connect. Type @ followed by the username. Type slowly. Then we get an e-mail notification and you are more likely to get a prompt reply.
Cheers
Morten