বৈঠক বিবরণীঃ মিট আপ ১৬৭

জুলাই ১১, ২০২১, বাংলাদেশ লোকাল গাইড ঢাকার ভিতরে আমরা যারা আছি সদ্য সমাপ্ত লক ডাউন শেষে খোলা আকাশের নিচে উপস্থিত লোকাল গাইড কুশল বিনিময় এবং আগামীতে বাংলাদেশ লোকাল গাইড এর নিয়মিত কিছু আয়োজন নিয়ে খোলামেলা আলোচনার জন্য বসা যায় কিনা যা জানতে চেয়ে ফেসবুক গ্রুপে পোস্ট দেয়া হয় ।

ভোটের মাধ্যমে সভাস্থল নির্ধারিত হয় ঢাকার প্রাণকেন্দ্র “ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান” । দিন ঠিক করা হয় ১৫, আগস্ট, ২০২১ রিপোর্টিং টাইম ঠিক করা হয় সাড়ে তিনটায়, মিলন মেলার আনুমানিক সময় ঠিক করা হয় চারটা থেকে পাঁচটা।

আর মিলনমেলার নামকরণ করা হয় “বৈঠক” উক্ত মিট আপ টি ছিল কমিউনিটির ১৬৭ নাম্বার সমাবেশ ।

“বৈঠক” টির হোস্ট জহিরুল ইসলাম মহোদয় একান্ত ব্যক্তিগত ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেনি। ( এজন্য তিনি উপস্থিত লোকাল গাইডের সদয় অবগত করেন)।

মোটামুটি ২৫ জনের মত নিশ্চিত হওয়া যায় তারা সরাসরি “বৈঠক” স্থলে উপস্থিত হতে পারবেন। ঢাকার চারপাশ থেকে চারটার মধ্যেই ১২ জনের মত লোকাল গাইড উপস্থিত হয়ে যান সরাসরি “বৈঠক” স্থলে ।

অনুষ্ঠানটি শুরুর পর পাঁচটার দিকে আমাদের মূল সভাস্থল পরিবর্তন করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এর প্রাচীর ঘেঁষা ভারতবর্ষের একটি প্রাচীন ও ঐতিহাসিক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ( আইইবি ), সদর দপ্তরে চলে আসি।

এরপর আইইবি [ IEB] শহীদ মিনারের পাদদেশে “আইইবি কফি কর্নারের” পরিবেশিত হালকা নাস্তা সেরে আমরা আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা করার জন্য একটি সুন্দর পরিবেশে যাই যখন আমরা দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করি তখন পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে।

আমরা আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছি এক পর্যায়ে লক্ষ্য করে দেখি সূর্য ডুবে গেছে আর ঢাকা শহরের বড় বড় দালান গুলোতে সন্ধ্যার বাতিগুলো মিট মিট জ্বলছে দেখা যাচ্ছে আমরা হঠাৎ খেয়াল করলাম আমরা এতই মনোযোগ দিয়ে আমাদের আলোচনা গুলো করছিলাম কখন সন্ধ্যা হয় তা খেয়াল করিনি এর মধ্যে আধা ঘন্টার ভিতরে শাহজালাল (ঢাকা) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনটি বিমান আমাদের মাথার উপর দিয়ে যায় বিভিন্ন গন্তব্যে আমাদের খুব কাছ দিয়ে; তা খুবই ভালো লাগলো; আমরা কিন্তু তখন ঢাকার প্রাণকেন্দ্রে ১৭!! তলার উপরে অবস্থান করছিলাম। আরেকটি বিষয় লক্ষণীয় ছিল আমাদের খুব কাছে অসংখ্য চিল উড়ছিল।

বৈঠক মিট আপ এর সার সংক্ষেপ ও আলোচ্য বিষয়গুলো

বৈঠক নাম দেয়া হয়েছিল একটু বাংলা সংস্কৃতি কে আসতে আসতে সকলের সামনে তুলে ধরার একটা প্রথম পদক্ষেপ হিসেবে ।

প্রথমেই বলে নেই আমরা একটু বিকেল আড্ডা টাইপের আয়োজন করেছিলাম যা পূর্বেই বলা হয়েছিল ।

বিগত অনেক গুলো মিট আপ ইনডোর হওয়াতে একঘেয়েমি এসেছিল যা সেদিন কিছুটা দূর করার চেষ্টা করা হয়েছে ।

কি কি হল ১৬৭ তম মিট আপে সেগুলো তুলে ধরিঃ

১, ম্যাপের কন্ট্রিবিউশন কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে আলোচনা, যে কোন বিষয় আলোচনার মাধ্যমে টিম কে জানাতে পারি তা নিয়ে ।

২, Accessibility নানা দেশের নানা সুবিধা ও বাংলাদেশ এর আপেক্ষিক অবস্থা ।

এ বছর BDLG হাতে আর 9 টি সিরিয়াল মিট আপ আছে সে গুলো কোথায় কিভাবে আয়োজন করব ।

৩, সকলের মতামত ছিল একটি নৌকা ভ্রমন আয়োজন করা যায় নাকি ঢাকার আসে পাশে ।

৪, বছরের শেষ দিকে একটু ক্যাম্পিং / আউটিং মিট আপ শিষ্টাচার ও ক্যারিয়ার ফোকাস কর্মশালা ।

৫, সামনের দিন গুলোতে কিভাবে সিলেক্ট করব মিট আপের অংশগ্রহণকারীদের ইত্যাদি ।

আরাফাত

15 Likes

@arafatit ভাই, আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না, তাই ওদিকে যাচ্ছি না। তবে আপনি আমাদের সুযোগ করে না দিলে এই মিটাপের জৌলুস এতটা হত না। সবকিছু মিলিয়ে আপনার সহযোগিতা এবং আন্ত্ররিকতার কারনে এই মিটাপটি একটি অন্য পর্যায়ে উন্নীত হয়েছিল। আশা করি ভবিষ্যতেও আপনার কল্যাণে গ্রুপ মেম্বাররা এরকম আরো অনেক অনেক মিটাপের অংশীদার হতে পারবে। সে সুন্দর দিনগুলোর অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন।

3 Likes

দেশ প্রেম হতেই ম্যাপ এ কাজ । আর ম্যাপ এ কাজ করতে আল্লাহ্‌ আপনাদের মত অনেক ভাল মানুষের সাথে সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন । আলহামদুলিলাহ ।

দলের জন্য অনেক অনেক কিছু করতে মন চায় । কিন্তু ভাল কোন সুযোগ পাচ্ছি না । আল্লাহ্‌ যেন সুযোগ দেন এই কামনা করি । আমনাদের সর্বদা কল্যাণ কামনা করি ।

মূল্য বান মতামতের জন্য অসখ্য ধন্যবাদ জনাব @MukulR মহোদয় ।

3 Likes

খুবই সুন্দর লিখেছেন ভাই। @arafatit

আমিও ছিলাম এই মিট-আপে।

খুবই ভাল একটা সময় কাটিয়েছিলাম।

সবচেয়ে সুন্দর সময় ছিল আই ই বি এর ছাদ থাকে উদ্দান দেখা & আকাশে শত শত চিল দেখা।।

3 Likes

@arafatit দারুণ বর্ননা সাথে খুব সুন্দর ছবি।

অসাধারণ মিট আপ।

সবার জন্য শুভ কামনা রইলো।

2 Likes

@arafatit ভাই অনেক সুন্দর করে সাজিয়ে লিখেছেন পোস্টটি ছবিগুলো অনেক সুন্দর. তবে আপনার হাতের লেখা একটা জাদু আছে বলতে হবে. এই পোস্টটা পড়ে আমি শিক্ষণের কোন বিষয় খুঁজে পেলাম না. তবে একটা জিনিস খুঁজে পেয়েছি যে আপনি হাতের লেখা অনেক ইমপ্রুভ. আশা করি আগামীতে আপনাকে আরো অন্যান্য পোস্ট এ নিয়মিত পাবো.

2 Likes

এই মিটাপটা আমরা খুব উপভোগ করেছি @Mohammadalauddin ভাই। মিটাপের টাইটেল, বৈঠক, দেখেই বুঝতে পারছেন এটা গতানুগতিক কোন মিটাপ ছিল না। দীর্ঘদিন লকডাউনের ফলে এরকম ফিজিক্যাল মিটাপ হচ্ছিল না। তাই আগামীদিনের কর্মসূচী ঠিক করার জন্যই মুলত এই মিটাপের আয়োজন করা হয়েছিল। বিশেষ কোন একটা বিষয় নিয়ে আলোচনা হয়নি বরং বেশ কিছু বিষয় ছিল আলোচনায়। এই রিক্যাপে হয়ত শেখার মত কিছু লিখে নাই @arafatit ভাই, কিন্ত আমরা যারা উপস্থিত ছিলাম, তারা যা দেখেছি, যেখান থেকে যেভাবে দেখেছি তা কেউ লিখে বুঝাতে পারবে না, সেটার জন্য উপস্থিতিটা আবশ্যক। আপনার সুন্দর পর্যবেক্ষণ এবং উৎসাহমূলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

3 Likes