লোকাল লাভ চ্যালেঞ্জ

১৬ জুলাই থেকে ৮ আগষ্ট পর্যন্ত

এখন বাংলাদেশের অংশগ্রহণকারীরাও বোনাস পয়েন্ট পাওয়ার সুযোগ পাবেন স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এর তথ্য গুগল ম্যাপে হালনাগাদে সহায়তা করার মাধ্যমে।

শুরু হয়েছিল যুক্তরাষ্ট্র দিয়ে।

এরপর পোল্যান্ড, স্পেন, মেক্সিকো এবং ইন্দোনেশিয়া এই চ্যালেঞ্জ পাড়ি দিয়েছে।

এবার বাংলাদেশ, জার্মানী, যুক্তরাজ্য, ইতালি, মেক্সিকো এবং রাশিয়া।

আপনার এন্ড্রয়েড মোবাইল আপডেট করে রাখুন। মোবাইল এপ এর টার্গেট / “গোল” এ চোখ রাখুন।

বাংলাদেশের জন্য লক্ষ্য ১০,০০০ পয়েন্ট।

কমিউনিটি চ্যালেঞ্জের অংশ হিসেবে দেশের সাথে সাথে ব্যক্তিগত মাইলফলক অর্জনের সুযোগ ও থাকবে।

প্রত্যেক ব্যক্তিগত মাইলফলক (৫টি) অর্জন করলে ৫ বোনাস পয়েন্ট থাকবে।

6 Likes

@IshtiakAhmed

The English translation hints there is a possibility to earn cash. Which is not the case.

Here is a link to the relevant announcement: https://www.localguidesconnect.com/t5/Announcements/We-re-expanding-the-Local-Love-challenge-to-new-countries/ba-p/2994299

Cheers

Morten

1 Like

It don’t day so. It says about earning bonus points.