এক বিকেলের গল্প

শিল্পে ঐতিহ্যে ভরপুর

আমাদের গাজীপুর

কথাটির সাথে মিল রেখে এখনো যেনো পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছে প্রিয় গাজীপুর।

গ্রাম গুলো শহরে পরিণত হওয়ায় যেনো মা, মাটির ঐতিহ্য গুলো একে একে বিলিন হয়ে যাচ্ছে। নাও বা নৌকা তো আস্তে আস্তে বিলিনের পথে।

একসময়ের স্রোতের বিপরীতে পাল্লা দিয়ে চলা নৌকা, মাঝির মুখে গান, আসমান দেখে ঝড়ের আভাস সব কিছুই যেনো প্রযুক্তির ভাজে লুকিয়ে গেছে।

তবুও এখনো পুরোনো সেই ঐতিহ্য গুলো দেখতে চাইলে যেতে হবে গ্রামীণ পরিবেশের মাঝে।

ছবিটি কেশুরিতা ঘাটে থেকে তোলা। মাথার উপর বিশাল আকৃতির বটগাছের বাতাস আপনাকে স্বাগত জানাবে। গ্রামের সহজ সরল মানুষের সাথে মিশে গেলে টের পেয়ে যাবেন তারা আপনাকে কতোটা খাতির ভক্তি করছে।

কিভাবে যাবেন?

গাজীপুর সদর, রাজবাড়ি মাঠ থেকে সিএনজিতে 25 টাকা ভাড়া দিয়ে চলে যাবেন কেশোরিতা সিএনজি স্ট্যান্ডে। সেখান থেকে দুই কি চার মিনিট একি রাস্তা ধরে হাটলে বটতলা চলে যেতে পারবেন।

এরপর নৌকায় দরদাম ঠিক করে ঘুরে বেড়াতে পারেন বিলের স্বচ্ছ জ্বলে।

এমন পরিবেশে চাইলে বন্ধু, প্রিয়জন বা পরিবার নিয়ে সকাল বা বিকালের সময়টা কাটাতে পারেন। সারাদিনের ক্লান্তিকে ছুটি দেওয়ার জন্য এমন একটি বিকাল যথেষ্ট।

ঘুরতে গিয়ে পরিবেশ নোংরা করা থেকে বিরত থাকুন।

8 Likes

Hi @Imtiaz8

Nice story! And good place for travelling, Yes I will travel that place if I capme Gazipur in fure!

Have a great day ! :sunflower:

Mahbub

Warm greetings :rose: from Chittagong city , Bangladesh :bangladesh: :bangladesh:

Pls click here to see my recent posts

2 Likes

@Imtiaz8 интересно читать было, но если бы было больше фотографий с прекрасным видом, было бы замечательно) красивые места надо показывать)

1 Like

welcome to our gazipur