বাংলাদেশের ঐতিহ্যবাহী সাঁকো

ছোট নদীর উপর দিয়ে বয়ে যাওয়া একটি সাঁকো ।

সাঁকো বাংলাদেশে আদি-কালের নদী পারাপারের সহজ একটি মাধ্যম হিসেবে ব্যাবহৃত হতো , কিন্ত বর্তমানে সভ্যতার বিকাশে ইট পাথরের ব্যাবহারের ফলে সাঁকো দেখতে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার।

তবে গ্রাম-গন্জে এখনো ঐতিহ্যবাহী সাঁকোর দেখা মেলে যদিও তা খুব কম সংখ্যক।

পথচারী পারাপার হচ্ছে ।

পল্লী গ্রামে বর্ষার মৌসুমে পানিতে / কাঁদায় নদী,ছোট নদী,খাল পরিপূর্ণ থাকতো তখন সেসব যায়গা দিয়ে সহজে পারাপার হওয়ার জন্য সাঁকো ব্যাবহার করতো।

সাঁকো সাধারনত বাঁশ দিয়ে তৈরি করা হয়।
একটি সাঁকো তৈরি করতে অনেকগুলো বাঁশের প্রয়োজন হয়। সেক্ষেত্রে মহল্লার / পাড়ার সকল লোকজন মিলে সবার থেকে দুইটা/তিনটা করে বাঁশ সংগ্রহ করে বিশেষ একটি দিনে সবাই একযোগে কাজ করে খাল/নদীর বুকে সাকো তৈরি করতো। তাদের যাতায়াতের পথে নদী/খাল পারাপারের সুবিধার জন্য।

সম্পূর্ণ বাঁশের তৈরি একটি সাঁকো ।

নদীর বুকের দুইপাশে সরু বাঁশ কুপে দুই বাঁশের মধ্যবর্তী স্থানে ঢালাওভাবে বাঁশ বেধে দেওয়া হয়। এবং উপরিঅংশে যে কোন এক পাশে হাতল বেধে দেওয়া হয়।
যেটা ধরে সহযে সাঁকো পারাপার হতে পারে।

তৈরি করণ প্রক্রিয়া ।

সাঁকোর হাতল ধরে আমি পারাপার হচ্ছি।

অনেকে সাঁকো পারাপার হতে খুবই ভয় পায় , বিষেশ করে শহরের লোকজন। তবে গ্রামের লেকজন সাঁকো পারাপারে বেশ অভ্যস্ত।

বার্তা কিছু বাঁশ রেখে দেয়া হয় যা প্রয়োজন হলে ব্যবহার করা হয় ।

সাঁকো তৈরি করা খুব একটা কঠিন কাজ না, যার ফলে বাড়তি কোন মিস্ত্রী বা কারীগরের প্রয়োজন হয়না।

বর্তমানে দেশের উন্নয়ের ফলে অধীকাংশ নদী/খালে সরকারী অর্থায়নে ব্রীজ তৈরি হয়েছে। যার ফলে গ্রামের সাধারন মানুষের ভোগান্তি লাঘব হয়েছ।

সাঁকো বাংলাদের একটি ঐতিহ্য / ইতিহাস।

সাঁকো কি জিনিস ? তা হয়তো পরবর্তী প্রজন্ম চিনবেও না।

পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য জানাতে ভুলবেন না ।

46 Likes

তারপরও এখনও অনেক গ্রাম বা এলাকা আছে যেখানে ঐতিহ্যবাহী কিছু বাশের সাকো ধরে রেখেছে । যেমনটি আমি গত বছরের এক সময় আমার ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম ঐ রকমের একটি এলাকাকে দেখতে যার দু একটি ছবি শেয়ার করতে চাই এখানে।

সাকোটির গুগল ম্যাপস্ লিং - Link is Here.

@KhanSayfullah ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

6 Likes

এটি দেখতে অনেক সুন্দর পাশাপাশি যাতায়াত করতেও খুব সুবিধাজনক। @Kamalhasnainee ধন্যবাদ ভাই আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

1 Like

এই ধরনের বাঁশের সাঁকো তে ওঠার তেমন সুযোগ হয়নি। কোথাও ঘুরতে গেলে যেখানেই এ ধরনের বাঁশের সাঁকো দেখেছি একবার হলেও ওঠার চেষ্টা করেছি। যাদের জন্য এ ধরনের সাকো তৈরি করা হতো, তাদের কষ্টটা ওইসময় হয়তো অনুভব করতে পারিনি, কিন্তু সাঁকো দিয়ে নদী বা খাল পার হতে বেশ ভালোই লাগতো।

Caption: গত 31January 2020 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাঁশের সাঁকোতে আমরা কয়েকজন লোকাল গাইডস।

এই বিষয় নিয়ে এখানে পোস্ট করার জন্য @KhanSayfullah আপনাকে অসংখ্য ধন্যবাদ

5 Likes

গ্রামের ছেলে হওয়ার সুবাধে অনেকবার এসব সাঁকো পার হওয়ার অভিজ্ঞতা হয়েছে। যখনি পার হই এসব সাঁকো মনে একটায় ভয় কাজ করে, পরে ফেলে তো ফোন ভিজে যাবে :joy: , @KhanSayfulla ফটোগুলো সুুুন্দর হয়েছে।

2 Likes

আপনাকেও অসংখ্য ধন্যবাদ @AbdusSattar ভাাই

2 Likes

আমারও এমন ভয় কাজ করে

অনেক সাবধানে ছবিগুলো তুলেছি।

@NasimJoy আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই

1 Like

Hi @KhanSayfullah

Very impressive post my dear ! “Shako” means a narrow bridge made of bamboos used for cross a small river or canal in the village area in Bangladesh!

Still we have many “Shako” found in the village area, when I go to village i take a chance to ride in that one time minimum, It feel trilling when I cross a “Shako”

Anyway thanks for your a beautiful post show Bangladesh tradition to the world!

have a great day my dear!

Here is my recent posts for you!

Mahbub

Greetings from Chittagong city, Bangladesh

4 Likes

Thanks also @MAHBUB_HYDER dear brother

2 Likes

কিছুদিন আগে সাঁকোতে পারাপার করা হয়েছিল তার একটি ছবি আপনার সঙ্গে শেয়ার করছি

@KhanSayfullah আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের সাঁকো নিয়ে সুন্দর একটি পোষ্ট করার জন্য

5 Likes

শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ @KamalHossenR ভাই

1 Like

It is super cool how they can do it to cross from one side to another @KhanSayfullah thanks for sharing them here.

3 Likes

ভালো হয়েছে আপনার বাঁশের ব্রিজ(bamboo :bamboo: bridge :bridge_at_night: ) :hugs: প্রতিবেদনটি।

1 Like

It’s awesome pool that you have shared. Thanks for sharing @Sophia_Cambodia

2 Likes

Thanks dear @MonirHB brother

2 Likes

@KhanSayfullah So unusual traditional bridges, in your post and in comments for it! Bamboo doesn’t grow in my place, so such form of the bridge is impossible here.

I am not sure I would be brave enough to enter it :wink: .

1 Like

Nice to meet you guys. And I’m glade to know that bamboo doesn’t grow in your place. I want to know where are you from? @OlgaKlimchik

1 Like

@KhanSayfullah Belarus

1 Like

@KhanSayfullah , thank you very much for the post, it rrminds me my boyhood and the villages where my ealy life is passed. Also thanks for the nice photos.

1 Like

Thanks also dear @Siddiqui-BA Vai