কানেক্ট পোস্ট নাই তো রেজিস্ট্রেশনের গ্রহন যোগ্যতা নাই
প্রিয় বাংলাদেশ লোকাল গাইডের বন্ধু সকল
যদি বলি এই সময়ে গুগল লোকাল গাইড কমিউনিটির বর্তমানে সবচেয়ে বৃহৎ একটি একটিভ কমিউনিটি Bangladesh Local Guides তবে মনে হয় ভুল হবে না।
তবে এই অর্জনকে অব্যাহত রাখার জন্য অবশ্যই আমাদেরকে কিছু কষ্ট করতে হবে Maps Contribution এবং Local Guides Connect এ অ্যাক্টিভ থেকে।
Community পথ চলা শুরু সেই 2014 থেকে দেখতে দেখতে 7 টি বছর অতিক্রম করল এই কমিউনিটি মাঝে বহু বাধা-বিপত্তি চড়াই-উতরাই পেরিয়ে আপনাদের ভালোবাসায় আজ এই অবস্থান। যদিও শুরুতে কয়েকটা মাস এর নাম ছিল Bangladesh Insider যা পড়ে Bangladesh Local Guides নামে ছিল Google + বন্ধ হবার আগ পর্যন্ত Active ছিল।
গ্রুপটি খুলে দিয়েছিল তৎকালীন সময়ের গুগোল অফিসার** @Corrie **।পরবর্তীতে আমরা ফেসবুকেও গ্রুপ খুলি সকলের সাথে কমিউনিকেশন আরো সহজতর করার জন্য।
প্রতি বৎসর মার্চের 7 তারিখে আমাদের কমিউনিটির বর্ষ উদযাপন করার পরিকল্পনা থাকলেও হয়তোবা নানা কারণে ছুটির দিন দেখে সকলকে নিয়ে আয়োজন করার চেষ্টা করা হয় বিগত কয়েক বছর যাবৎ। 2021 সালে আমরা ৭ বর্ষপূর্তি উদযাপন করার পরিকল্পনা হাতে নিয়েছি বৃহৎ পরিসরে।
আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা এবং কন্ট্রিবিউশন গুলোই আমাদের মূল চালিকাশক্তি।
এবার আমরা চাই আপনাদের কে নিয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করতে যেখানে আমরা সবাই মিলিত হবো প্রাণের টানে।
7 Years of Bangladesh Local Guides মিট আপ রেজিস্ট্রেশনের নীতিমালা
Registration link:http://go.localguidesbd.com/7years
Registration last date: March 12,2021
- February - March এই দুই মাসের মাঝে অবশ্যই আপনার ন্যূনতম একটি কানেক্ট পোস্ট থাকতে হবে ।
তবে আপনি Ex Regional Expert Reviewer (Map maker ) হলে আপনার প্রয়োজন নেই।
2.February - March এই দুই মাসের মাঝে Local Guides rules মোতাবেক 100 points contribution থাকতে হবে Google maps এ।
-
Renewable energy source mapping ,Green Energy ,Small Business, Women in Small Business
এই ক্যাটাগরিতে কারো আলাদা কন্ট্রিবিউশন কিংবা ব্যবসা থাকলে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে। -
অংশগ্রহণের জন্য অবশ্যই বয়স 18 উর্ধ্বে হতে হবে।
-
Post এ সমভব হলে এই Hashtag যুক্ত করুন
#bangladeh #7yearsofBDLG #localguidesconnect #localguidesbd #localguides #meetup
আমরা কেন কানেক্টে পোস্ট দিব
-
নিজেদের লেখার দক্ষতা বৃদ্ধির জন্য
-
এক ই জায়গা কিংবা জিনিষ এক এক জনের দেখার এবং উপলব্ধি ভিন্ন যা থেকে আমরা একে অপর থেকে শিখতে পারব ।
-
ভবিষ্যতে কোন অনুষ্ঠানে কানেক্ট পোস্ট চাইলে লিখতে সমস্যা হবে না
-
আমাদের লেখার দ্বারা বিশ্বের সকলের কাছে বাংলাদেশের আনাচে কানাচের অজানা তথ্য গুলো তুলে ধরতে পারব