আমি গ্রামের ছেলে, কাজের জন্য শহরে থাকতে হয়। কিন্তু করোনার ভয়কে পরোয়া না করে, গ্রামের টানে ছুটে যাওয়া। আমি, আমার গ্রামের মাঝে খুঁজে পাই আমার পূর্ণতা। আমি প্রকৃতি ও গ্রাম কে খুব ভালোবাসি।
What a lovely post @ShahidulMithu ! I know how passionate you are about the village and the nature. I still remember our trip to Narsingdi to attend a wedding. I saw how crazy you became the moment you got there. Those bananas, the green coconuts everything was so fresh and delicious. Nice reading your post Shahid bhai. Please keep it up.
Thanks a lot @SoniaK . Apa, that days were sweetest days in my life. Thanks a lot to you for remembering me the moments. Right now I am floating in sea of my memories and seeing one after one. Just trying to see the flash back of good moments. Now I am getting sad because of missing the days. I never thought that I will be connect with you again. And its happened because of Google. I am really happy to get in this group
অসাধারণ পোস্ট!
এ বসন্তে এখনো কোনো গ্রামে ঘুরতে যাওয়া হল না! আপনার পোস্ট দেখে মনটা গ্রামে দিকে ছুটে যাচ্ছে। এই সাপ্তাহের ছুটিতেই চিন্তা করছি বেড়িয়ে পরবো ঢাকার আশেপাশের কোনো গ্রামের সন্ধানে। এক রাত ক্যাম্পিং করে পরের দিন সকালে ঢাকা ফিরবো। বসন্তের গ্রাম মিস করা যাবে না।
ধন্যবাদ অসাধারণ পোস্টির জন্য @ShahidulMithu ভাইয়া!
গ্রামের প্রকৃতি অসাধারণ! কিছুদিন আগেও গিয়ে আসলাম গ্রামে। মনে হচ্ছিলো যেন ওখানেই থেকে যাই। কিন্তু কি আর করা, কর্মস্থলের ডাকে শহরে ফিরতেই হয়। তারপরও মাঝে মাঝে এই যে গ্রামে যাওয়ার সুযোগ পাচ্ছি এইই তো অনেক। অসংখ্য ধন্যবাদ @ShahidulMithu ভাই, গ্রামের কথা মনে করিয়ে দেবার জন্য।