বান্দরবন বাংলাদেশ এর সবুজ ভূমি

বান্দরবন যতবারই যাই নতুন করে একটা করে যায়গার নাম শুনে আসি , ঘুরতে গিয়েছিলাম নীলগিরি তার পরদিন গেলাম দেবতাখুম , আমার দেখা বাংলাদেশ এর সবচেয়ে সুন্দর যায়গা, বান্দরবন থেকে ফিরার সময় আলি কদম যায়গার নাম শুনে আসলাম ইনশাআল্লাহ্‌ আগামি ঈদে অইখানে যাবো …

আর আপনারা যারা এখনো যাননাই দেবতা খুম সবাই ঘুরে আসেন অনেক ভালো লাগবে :bangladesh:

19 Likes

ভাই অনেক সুন্দর লিখেছেন কিন্ত এই পোষ্টের বাংলাগুলো ইংরেজী হরফে না লিখে বাংলা অক্ষর দিয়ে লিখলে ভালো হত এবং সেটাই করা উচিত। আপনার এই লেখা বাংলাভাষী ছাড়া কেউ পড়তে পারবে না কারণ এইভাবে গুগল অনুবাদ হয় না। কোন কিছু বাংলায় লিখলে চেষ্টা করবেন বাংলা হরফে লিখতে। বাংলা টাইপ করতে না পারলে ইংরেজীতে লিখুন। বানান বা গ্রামার ভুল কোন ব্যপার না বা কেউ কিছু মনে করবে না। কিন্ত এই ধরনে হাইব্রিড লেখা বর্জন করা উচিত। এগুলো ফেসবুকে চলে এখানে না। সুন্দর ছবিটার জন্য অনেক ধন্যবাদ @Halum ভাই। আশা করি সামনের পোষ্টে আরো সুন্দর সুন্দর ছবি দেখতে পারব। ভালো থাকবেন।

Deleted kore dibo vaiya ?
asole Apple e bangla likhte khub pera Lage

kaj korena temon

ডিলিট করতে হবে না @Halum ভাই। বাংলা লিখতে না পারলে আপনি এডিট করে সরাসরি ইংরেজিতে লিখুন। বেশি বড় লেখা না। আপনা হয়ত ৪-৫ মিনিট লাগবে। ধন্যবাদ।

এডিট করেছি ভাইয়া , ধন্যবাদ আপনার মূল্যবান পরামশের জন্য …

1 Like

এবার অনেক সুন্দর হয়েছে @Halum ভাই। কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আর একটা কথা যখন কাউকে রিপ্লাই দিবেন তখন @ লিখে তার নাম লিখবেন তাহলে সে জানতে পারবে বা তার কাছে একটা নোটিফিকেশন যাবে যে আপনি তাকে কিছু বলেছেন। না হলে সে আপনার প্রশ্ন বা উত্তর কোনটাই দেখতে পারবে না যদি না সে আবার আপনার পোষ্টে ফিরে আসে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।

It looks stunning, why not make a bigger size for better view @Halum ?

I love that bamboo rafting. It is a whole new experience to try!