গত ১২ ফেব্রুয়ারী সুযোগ হয় জগতি ভ্রমণের_
বাংলাদেশ রেলওয়ে হেল্পলাইন ফেবু গ্রুপ এর কুষ্টিয়া টূর এর প্রধান আকর্ষন ছিল এই জগতি স্টেশন।
আমরা ১১ ফেব্রুয়ারী রাতের বেনাপোল এ করে পোড়াদহ জং যাই এবং সকালে সেখান থেকে নকশীকাধায় করে জগতি যাই। ২/৩ ঘন্টার মত সময় কাটায় ভালোই লাগে শোনশান নিরব নিস্তব্ধতা।
জগতি নিয়ে কিছু তথ্য_ বাংলাদেশের প্রথম রেলস্টেশন “জগতি” (কুষ্টিয়া)।
১৮৬২ সালের ২৯ সেপ্টেম্বর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে “কলকাতা থেকে রানাঘাট” পর্যন্ত রেলপথ চালু করে। তৎকালীন সময়ে ১৫ নভেম্বর রেললাইন কুষ্টিয়ার জগতি পর্যন্ত বর্ধিত করে প্রায় ৫৩.১১ কি.মি. ব্রডগেজ রেললাইন।
এটিই পূর্ব বঙ্গের প্রথম রেলস্টেশন হিসাবে প্রতিষ্ঠিত করা হয়। পরবর্তীতে কলকাতার সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা আরো সুদৃঢ় ও সহজতর করতে “জগতি থেকে রাজবাড়ীর গোয়ালন্দ” পর্যন্ত রেললাইন বর্ধিত করা হয় ১৮৭১ সালের ১ লা জানুয়ারি।
#BDLGCPC #connectcontest
#bangladesh #localguidesbd #7yearsofbdlg