গাজীপুরের পুর্ব মারিয়ালীতে ফুটবল লীগ দেখা

আজ ৫ই মার্চ, ২০২১এ গাজীপুরের মারিয়ালীতে একটি ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। এই টুর্নামেন্টে অনেকেই অংশগ্রহণ করছে। এই মাঠটি তারা নতুন করে সাজিয়ে টুর্নামেন্ট করছে যেনো সবাই জানতে পারে। ছোটবড় অনেকেই এই টুর্নামেন্টে আছে। আজ দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টের ফাইনাল হবে ২৬শে মার্চ

টুর্নামেন্টে ম্যাচসংখ্যা হবে টোটাল ১৭ টি।

6 Likes