প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। আজ বলবো বাংলাদেশের খুব সুন্দর একটি সমুদ্র সৈকতের কথা। না, কক্সবাজার নয়। এটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত অনন্য সুন্দর গুলিয়াখালী সী বিচ।
কেওড়া বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের চারদিকে কেওড়া গাছের শ্বাসমূল দেখা যায়। এই বন সমুদ্রের অনেকটা গভীর পর্যন্ত চলে গেছে। এর পরিবেশ অনেকটা সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মত।
সৈকত জুড়ে সবুজ গালিচার বিস্তীর্ণ ঘাস একে অন্যান্য সমুদ্র সৈকত থেকে করেছে অনন্য! এই সবুজের মাঝ দিয়ে এঁকে বেঁকে গেছে সরু নালা। নালাগুলো জোয়ারের সময় পানিতে ভরে উঠে। পাখি, ঢেউ আর বাতাসের মিতালীর অপরূপ মেলবন্ধন দেখা যায় এই সমুদ্র সৈকতে।
খুব বেশি দিন হয়নি এই সী বিচ মানুষের গোচরে এসেছে। অল্প কয়েক বছর ধরে এটি বিখ্যাত হয়েছে মূলত কিছু ভ্রমণ প্রেমী মানুষের কারণে। তাই এখনো সরকারিভাবে এটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেনি। অস্থায়ীভাবে পর্যটন নিয়ন্ত্রণ করা হয়। আমরা আশা করি শীঘ্রই সরকার থেকে এই অনিন্দ্যসুন্দর সী বিচ টি পর্যটনকেন্দ্র হিসেবে রক্ষণাবেক্ষণ ও পর্যটক বান্ধব করা হবে।
১৯৯৭ থেকে ২০০৭ পর্যন্ত আমি চট্টগ্রামে ছিলাম, তখন এই বিচ সম্পর্কে কিছুই জানতাম না @AbirAryan ভাই। তবে ইদানিং অনেক বেশি দেখছি এই বিচের অপূর্ব সুন্দর ছবিগুলো। অনেক সুন্দর লিখেছেন। ছবিগুলোও দারুন হয়েছে। অনেক অনেক ধন্যবাদ সুন্দর এই জায়গাটিকে আমাদের সামনে তুলে ধরার জন্য।
@AbirAryan thanks for sharing this beautiful place post. #BDLG 100th meet-up times about 50 local guides visited this lovely place. You refresh my memories & awesome sea beach.
শীতকালে যাওয়া হয়েছিলো বলে তখন অত পানি ছিলো না, একদম শুকনো ছিল। সকাল সকাল গিয়েছিলাম বলে কোনো পর্যটকও ছিলো না। জনমানবশূন্য এবং পানিশুন্য কেউড়া বন দেখে চোখ জুড়িয়ে গিয়েছিলো। শিব চতুর্দশীর মেলা থাকায় চন্দ্রনাথ পাহাড়ে উঠতে না পেরে মন খারাপ করে এখানে এসেছিলাম। তাই ছবি তোলা হয় নি। মন ভালো থাকা অবস্থায় আরেকবার যেতে হবে, তবে এবার বর্ষা মৌসুমে। সমুদ্রের জলরাশির দেখা না পেলে আবার যদি মন খারাপ হয়!
অসংখ্য ধন্যবাদ @AbirAryan আপনার সুন্দর পোস্ট এবং ছবিগুলোর জন্য। আবার যাওয়ার ইচ্ছাটা বাড়িয়ে দিলেন।