আমরা যারা শহরে থাকি তারা শহরের রঙিন আলোর জন্য চাঁদের আলো আর রাতের আকাশভরা তারা সবসময় মিস করি। অক্টোবরে আমার সুযোগ হয়েছিল সিলেটের সুনামগঞ্জে প্রকৃতির কাছে গিয়ে ভরা পূর্ণিমা আর আকাশভরা তারা দেখার। সেইসাথে প্রথমবারের মতো হাওড়ে রাত্রিযাপনের। আমার সুনামগঞ্জ ভ্রমণের কিছু ছবি আপনাদের সবার সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
আমার সবচেয়ে প্রিয় মূহুর্ত ছিল ৩টা। প্রথম হচ্ছে নীলাদ্রি লেকের পাশে ঘাসের উপর শুয়ে কানে ইয়ারফোন গুজে দিয়ে পছন্দের গান শোনা, সেইসাথে আকাশের দিকে তাকিয়ে আকাশের তারাগুলো দেখা। এই জিনিসটা আমার আজীবন মনে থাকবে।
দ্বিতীয় যে প্রিয় মুহূর্ত ছিল সেটা হচ্ছে সবাই মিলে চাঁদ উঠার অপেক্ষা করা। একদম শুরু থেকে আকাশে চাঁদ উঠে যাওয়া পর্যন্ত দলের সবাই মিলে গান করা আর চাঁদের দিকে তাকিয়ে থাকা। অনেকটা পূর্ণিমার চাঁদকে অভ্যর্থনা জানানোর মতো। অন্ধকার জায়গায় ভরা পূর্ণিমার চাঁদের আলো কতো বেশি সুন্দর সেটা না দেখলে অনুভব করতে পারবেন না।
এছাড়াও বোনাস হিসেবে ছিলো বোটের উপর রাত্রিযাপন। আমি এর আগে অনেকবার বাইরে রাত্রিযাপন করলেও কোনোদিন খোলা আকাশের নিচে রাত্রিযাপন করিনি। এর উপর আবার হাওড়ের মাঝে বোটের উপর ভরা পূর্ণিমায়। যা আমার জীবনে মনে রাখার মতো আরো একটা স্মৃতি তৈরি করে দেয়।
সৌন্দর্য উপভোগ করতে করতে পরিবেশের কথা ভুলে যাবেন না। পরিবেশ নোংরা করবেন না, আবর্জনা যা নিয়ে যাবেন এবং যা পাবেন সাথে করে নিয়ে আসবেন। আপনার ভ্রমণ সুন্দর হোক।
অসাধারণ সব মুহুর্ত গুলো কাটিয়েছেন, সেই সাথে ছবিগুলোও এক কথায় অসাধারণ। যাওয়ার পরিকল্পনা আছে। ইনশাআল্লাহ, যাবো একদিন। অসংখ্য ধন্যবাদ @Saiyen এতসব সুন্দর মুহুর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।