ভ্রমণটি ছিল খুবই আনন্দদায়ক। জীবনে প্রথমবারের মতো সিলেটে যাত্রা। যাত্রার উদ্দেশ্য ছিল ১৫০ তম মিটআপ সফলভাবে অংশগ্রহণ করা।দুই দিনের এই মিটআপে কোনো কিছুরই কমতি ছিল না, সবকিছুই যেন ছিল ভরপুর। চল্লিশটা প্রাণের ভালোবাসায় সিলেটের ভ্রমণটি আজীবন মস্তিষ্কের মাঝে স্মৃতি স্মরণ হয়ে থাকবে। থাকা-খাওয়া এবং দিনগুলোর পরিবেশ সবকিছু ছিল যেন পরিপূর্ণ। কোন কিছুতেই অবহেলা ছিল না। সবচেয়ে ভাল উপভোগ করতে পারছি জাপলং জিরো পয়েন্টের রাতের বাতাস। শীতের সময় টা আমার কাছে খুবই ভালো লাগে। আর ওই সময়ে রাতের শীতল বাতাস আমার কাছে এতটাই ভাল লাগে যে এখনো আমার মন জাফলংয়ের জিরো পয়েন্টে আটকে আছে।
লালাখালের কথা না বললেই নয়, এ যেন এক অপরূপ দৃশ্য। বর্ণিল পানি চারপাশে পাহাড় এ যেন এক অপরূপ দৃশ্য। লালাখাল দিয়ে সামনে যেতে যেতে পড়ে পাহাড় এর মাঝে বিস্তৃত চা বাগান। এইসব কিছু চোখে একবার দেখা মাত্রই অন্তর আটকে গেল সিলেটের মাঝে। শুধু যে ঘোরাঘুরি উদ্দেশ্যে যাওয়া তা নয়, আমাদের উদ্দেশ্য ছিলো একটি মিটআপে অংশগ্রহণ করে কিছু শিক্ষা। ১৫০তম মিটআপে আমি অনেক কিছু জানতে পেরেছি। কানেক্ট ফোরাম সম্পর্কে জানতে পেরেছি। কানেক্ট ফোরামে কিভাবে পোস্ট করতে হবে কখন কিভাবে কি করতে হবে সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। উদ্দেশ্য ছিল কিছু একটা করার, কিছু একটা শেখার। সর্বোপরি আলহামদুলিল্লাহ আমি ১৫০তম মিটআপে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি এবং অনেকের ভাইদের সাথে পরিচিত হয়েছি।
অনেক ভালো লিখেছেন @sharafat_karim লিখতে থাকুন, আস্তে আস্তে দেখবেন আপনিও সব কিছু পারছেন। চেষ্টা করবেন মিটাপগুলোতে অংশ নিতে, এতে সবার সাথে পরিচয় যেমন হবে তেমনি জানার পরিধিও বাড়বে অনেক। আপনার সাথে আমার খুব ভালো কিছু সময় কেটেছে এই মিটাপে। আশা করি সামনে কোন মিটাপে আবার আমাদের দেখা হবে। ভালো থাকবেন।
I have just released your post from the Spam Filters. I would like to apologize for your post being marked as spam. Our filters run 24/7 and they can be a little harsh at times.
আপনি অনেক সুন্দর ভাবে আপনার প্রথম পাথরের রাজ্য সিলেটে্রবিবরন দিয়েছেন, আমি যদিও সিলেটে অনেক বার গিয়েছি কিন্ত জাফলং কখনো যাওয়া হয়নাই । আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর লিখুনির জন্য @sharafat_karim
I am thankful for your effort to bring the Sylhet so close to the community as I was there. There are many legends from Bangladesh like @OmarBD@MukulR@Muhammad_Usman and all regarded members are always available to assist you. Good luck.
Thanks a lot @rizbab28 for mentioning me Bangladesh is also my Brother Muslim and my former country But I am from Pakistan Good post and beautiful pictures @sharafat_karim
Thanks for tagging me @rizbab28 Vai, I am not a legend in any way . I am very much glad to know that you were close to our beautiful Sylhet. Stay safe. Regards.