পূর্ব মুড়িয়া স্মৃতিসৌধ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টর্চার সেল বানায়। স্থানীয় রাজাকার বাহিনীর সহযোগিতায় পাকিস্তানিরা মুক্তিযু্দ্ধ পক্ষের শতাধিক লোকজনকে এনে এ টর্চার সেলে নির্যাতন চালায়। নির্যাতনে ৭ জন শহীদ হলে তাদেরকে নওয়াগ্রামের বিভিন্ন স্থানে এনে গণকবর দেওয়া হয়। এ স্থানের স্মৃতি সংরক্ষণের জন্যে স্থানীয়রা সরকারের বরাবর লিখিত আবেদন জানায়। এর প্রেক্ষিতে এ স্মৃতিসৌধ নির্মিত হয়। স্মৃতিসৌধ নির্মিত হওয়ার আগে সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদ এ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন।

পূর্ব মুড়িয়া শহীদ মিনার
Bangladesh
https://goo.gl/maps/YRq2SoiGeXKqXbFH8

11 Likes

:heart::heart::heart:

2 Likes

Dear @Saieed_Rahman vai, Good morning. Thanks for your post. From your post this is the first time i know about this Memorial place.

Thanks for share with us.

If you have free time, you can view my profile, i am trying to write something for you all. I hope you like.

Thanks Again.

1 Like