মেন্দিপুর জিরু পয়েন্ট

ভ্রমণের এক আজব নেশা যে আমার শিরা উপশিরাতে রয়েছে তা আর নতুন করে কিছু বলার নাই। অনেক দিন ধরেই শুনে আসছিলাম যে, নিজ জেলা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মেঘনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের কুল ঘেঁষে এক প্রাকৃতিক মনোমুগ্ধকর স্থান রয়েছে।এই স্থানটির নাম

#মেন্দিপুর_জিরু_পয়েন্ট

মেন্দিপুর না গেলে বোঝাই যেতো না যে, প্রকৃতি কতটা উদার হয়ে মিলে গেছে বিস্তীর্ণ জলরাশির সাথে। বিস্তীর্ণ বালুর চর যেনো এই জলরাশির সাথে মিশে একাকার। ছোট ছোট ঢেউ আর বাতাসের এক অপূর্ব সংমিশ্রণ যেনো অনুধাবন করিয়ে দিলো কেনো পর্যটকেরা মেন্দিপুরকে #মিনি_কক্সবাজার বলে।

#যেভাবে_যেতে_হবেঃ
ঢাকা থেকে ঢাকা- সিলেট মহাসড়ক যোগে ভৈরব যেতে হবে। ভৈরব থেকে কিশোরগঞ্জ মহাসড়ক পথ ধরে আনুমানিক ৬ কি.মি. পাড়ি দিয়ে #মিরারচর যেতে হবে। মিরারচরের ডান দিক দিয়ে পাকা রাস্তা ধরে সাদেকপুরের ভিতর দিয়ে (আনুমানিক ৬ কি.মি.)মেন্দিপুর যাওয়া যাবে। এছাড়াও ভৈরব স্টেডিয়ামের পাশের রাস্তা দিয়েও রসুলপুর হয়ে সরাসরি মেন্দিপুর যাওয়া যাবে।

বি.দ্রঃ আসুন পরিবেশ রক্ষায় সবাই সচেতন থাকি, যেখানে সেখান ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি।

20 Likes

@SafayeatHossain অনেক সুন্দর লিখেছেন, সাথে আরো কিছু ছবি এড করে দিলে ভালো হতো

1 Like

একের অধিক ছবি এড করে কি ভাবে? অার ইডিট করে কি ভাবে? অার

খুবই সুন্দর লিখেছেন। আরো কিছু ছবি যুক্ত করলে আরো ভালো হতো।