কাশ্মীরী আপেলের বাগান

সেপ্টেম্বর মাস!

১১দিনের জন্য ছিলো আমার কাশ্মীর ভ্রমণ।

এর মধ্যে একদিন ছিল গুলমার্গ ভ্রমণ। কাশ্মীর এর শ্রীনগর থেকে গুলমার্গ যাওয়ার পথে রাস্তায় আমি গিয়েছিলাম আপেল বাগানে।

রাস্তা দিয়ে যাওয়ার পথেই আপেলের মিষ্টি ঘ্রান পাওয়া যায়। পৃথিবীর সেই বিখ্যাত কাশ্মীরী আপেল। এই প্রথম আমি আপেল বাগান নিজের চোখে দেখি, সে এক দারুণ সুন্দর ছবির মতো দৃশ্য ।

বাগানের পাশেই দোকানও রয়েছে, কেউ চাইলে আপেল কিনতেও পারবে। আমি এক কার্টুন আপেল কিনলাম, কিলো মাত্র ৪০ রুপি, যা দোকানে ২০০রুপি করে পরে।

আপেল বাগান থেকে আপেল ছিঁড়ে খেলাম,সেই সাথে কিনে নিয়ে আসলাম। মজার ব্যাপার হচ্ছে, এই আপেল গুলো প্রায় অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর স্বাদের তো তুলোনাই হয়না।

যারা একবার কাশ্মীর গিয়ে বাগানে কাশ্মীরী আপেল খেয়েছে, কোনোদিনও তারা এই স্মৃতি ভুলতে পারবেনা।

61 Likes

হাই আপু। আপনি কি কোনো ট্র্যাভেল এজেন্সিতে জব করেন?
আমার লোকাল গাইড নিয়ে কিছু জানার ছিলো আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি?

না ভাই, আমি কোনো এজেন্সি তে জব করি না । @KajalDebNath

3 Likes

Good content