মধুপুর রাবার বাগানে একদিন

মধুপুর গড়ে বিস্তৃত অঞ্চল নিয়ে রাবার বাগান অবস্থিত।বাগানে পৌছানোর পরেই দেখা মিলবে সারি সারি রাবার গাছ।বনের হাওয়া একটু হলেও প্রশান্তি দিবে আপনাকে। আর রাবার অফিসে রাবার প্রক্রিয়াজাতকরণ ও দেখতে পারবেন।রাবারের গন্ধে হারিয়ে যাবেন আপনি।একদিনেই ঘুরে আসার মত জায়গা। তাই সময় পেলে ঘুরে আসুন এই রাবার বাগানে।

6 Likes

Hi @Rafi_Khan

Very nice post my dear friend :+1: :hugs:

If you post here some photos then it will be more attractive

Pls see my recent post Here !

2 Likes

এটা আমাদের পাশের এলাকায় অবস্থিত মধুপুর রাবারের বাগান। মাঝে মাঝে এখানে ভ্রমণ করে থাকি।

সুন্দর এবং সবুজ শ্যামল একটি জায়গা। যেখানে গেলে আসলে হারিয়ে যেতে ইচ্ছে করে।

আপনার এই পোস্টটি আমাকে সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিল।

ধন্যবাদ এমন সুন্দর একটি পোষ্ট করার জন্য।

@Rafi_Khan

আশা করি সুন্দর সুন্দর লিখবেন এবং ছবি সহ বিস্তারিত বর্ণনা করবেন।

@MAHBUB_HYDER ভাই এটা বাড়ির বাগান আমাদের বাড়ির পাশে অবস্থিত ভাই যদিিি একদিন আসেন , তাহলে অনেক সুন্দর একটি ভ্রমণ হবে।

1 Like

এই প্রথম লিখলাম। পরবর্তীতে ছবি ও বর্ণনা সহ লিখব।আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।

1 Like

This is my first post.Thanks for your advice.Keep supporting me

1 Like

ভালো হয়েছে কিন্তু ছবি দিলে আরও ভালো লাগতো, আর প্রথম লেখার জন্য অভিনন্দন… @Rafi_Khan

1 Like

@Ayeshashimu আপু ধন্যবাদ।পরামর্শ দিয়ে পাশে থাকবেন

1 Like