কেমন আছেন আপনারা? করোনা ভাইরাসের জন্য বাইরের খাবার খাওয়া হয়না বিধায় বাসায়ই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার রান্না করা হয়। আপনাদের সাথে কিছু শেয়ার করছি।আমিও রান্নার কাজে সাহায্য করেছি। বাসায় থেকে বিভিন্ন ধরনের রান্নার উপায় শিখছি।রান্না করা একটা শিল্প। একা একা থাকলে রান্না করে খেতে হয়।
বাংলাদেশের প্রায় সব জায়গায়ই বিভিন্ন ধরনের পুরি পাওয়া জায়। আলু পুরি এবং ডাল পুরি খুব জনপ্রিয়।দোকানে এগুলো ৫/১০ টাকায় বিক্রি হয়। বিকালের নাস্তা হিসেবে বাংলাদেশে এর ব্যবহার খুবই বেশি।
Yes . @BorrisS all foods are very delicious. I helped to cook these food. I fried them. My favorite dishes is Halim. All are favorite too me. I love to eat. The last one is Singara like Somocha. Singara 's inside are full of potato but Somucha - not. Which is liked by you very much?