আজ আমি আমার নিজ জেলা জামালপুরকে সবার সাথে পরিচয় করে দিতে এসেছি । এটি বাংলাদেশের একটি পুরনো জনপদের নাম । হযরত শাহজামাল (রঃ)-এর নামানুসারে এ জেলার নামকরণ করা হয়েছে । পূর্বে জামালপুর ময়মনসিংহ জেলার একটি মহকুমা ছিল । সাতটি (০৭) উপজেলা নিয়ে এই জেলা গঠিত ।
গোটা জামালপুর জেলার সৌন্দর্যের তুলনা হয় না । জামালপুর মূলত জমিদার ও তালুকদার এবং হস্তশিল্পের শহর । সরিষাবাড়ী উপজেলার প্যাড়া (এক ধরনের মিষ্টান্ন) এই জেলার বিখ্যাত খাবার । আমার কাছে ছবি না থাকার কারণে সবার সাথে শেয়ার করতে পারলাম না । ঢাকা থেকে এই শহরের দূরত্ব প্রায় ১৮৭ কিলোমিটার । সরাসরি ট্রেন বা বাসে যাওয়া যায় । এই জেলার প্রধান নদী গুলোর নাম হচ্ছেঃ
@ShahMdSultan অনেক বিস্তারিত বর্ননা। জামালপুর জেলা সম্পরকে এতো ধারনা আগে ছিলনা। অনেক কিছু জানতে পারলাম। ছবিগুলো অনেক সুন্দর যার মধ্যে শেষেরটা অনেক চমৎকার!
আপনার সুন্দর বর্ননায় ও ছবিতে খুব সুন্দর লাগছে, ভাই @ShahMdSultan এর শহর। ইনশাআল্লাহ অবশ্যই আমরা যাব সুযোগ হলে, পরিস্থিতি ভাল হলে। ধন্যবাদ আমাদের সাথে আপনার জেলার তথ্য ভাগ করার জন্য।
জামালপুর আগে শুধু নামটিই জানতাম, আজ বিস্তারিত সুন্দর সুন্দর তথ্য গুলো পেয়ে খুব ভালো লাগছে, ইচ্ছে করছে ঘুরে আসি সেখানে। আপনি আছেন ইনশাআল্লাহ সে ইচ্ছে পুরণ হবে একদিন। আপনার ছবি গুলো অনেক চমকপ্রদ এবং প্রফেশনালদের মতো দেখাচ্ছে। এদের কোন গুলো ফিচার হয়েছে এবং ভিউ সংখ্যা জানতে খুব আগ্রহ বোধ করছি। আপনার এমন সুন্দর সুন্দর ছবি অনেককে ছবি দিক থেকে ভালো কন্ট্রিবিউট করতে উৎসাহ দেবে বলে আমার বিশ্বাস।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ । না ভাই, একদিন সবকিছু দেখে আসা সম্ভব নয় । আপনি যদি ২/৩ দিন অবস্থান করেন তবে, সবকিছু দেখে আসতে পারবেন । তবে এটা নির্ভর করবে আপনি কতটুকু সময় নিবেন প্রতিটি জায়গায় জন্য ।
খুবই চমৎকার একটি জায়গা যদিও আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহে, সেই সূত্র ধরে আমার কাছের জেলা হচ্ছে জামালপুর ।আমি কখনো যাইনি কিন্তু ভবিষ্যতে যদি যাই তাহলে আপনার এই সুন্দর পোস্টটি অনুসরণ করে কিছু সুন্দর নিদর্শন উপভোগ করে আসবো আপনার ছবিগুলোর মধ্যে সবচাইতে আকর্ষণীয় ছবিটি হচ্ছে গ্রাম্য একটি পরিবেশে জাল দিয়ে মাছ ধরা যেটি আমার বেশ ভাল লেগেছে।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । এই ছবিগুলোর মধ্যে জামালপুর গান্ধী আশ্রম এর জন্য যে ছবিটি রয়েছে (১ম ছবি), সেটি অনেকদিন ফিচার ছিল এবং ভিউ সংখ্যা ৭০০০+ এখন পর্যন্ত । যাইহোক, জামালপুর জেলা ভ্রমণের জন্য আমন্ত্রন জানাচ্ছি ।
ট্যাগ করার জন্য অনেক ধন্যবাদ @ShahMdSultan দাদা । সুন্দর ভাবে বর্ণনা করেছেন, ধন্যবাদ সেজন্য। বাংলাদেশ এর ঢাকা, সিলেট, চিটাগং, কক্সবাজার এর বাইরে কোনো জায়গা নিয়ে পড়াশোনা করা হয়নি। কিন্তু আপনার এই পোস্টের মাধ্যমে জামালপুর সম্পর্কে সুন্দর একটি ধারণা তৈরী হয়েছে খুবই কম সময়ে পোস্টটি পড়ে। বাংলাদেশ গেলে অবশ্যই জামালপুর ভ্রমণ করবো এবং আপনার সাথে ঝুলে পড়বো তা আর বলার অপেক্ষা রাখেনা
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ । অবশ্যই ভাই, একটা মিট-আপ আয়োজন করে আপানাদেরকে নিয়ে যাওয়ার ইচ্ছা আমার বহুদিনের ! যাইহোক, আবারো জামালপুর জেলা ভ্রমণের জন্য আমন্ত্রন জানাচ্ছি ।
Thank you for showing us this list of beautiful places and for sharing your photos. The Doyamoyee Temple The Doyamoyee Temple has very bright pink color and unique architecture. The notable places in Jamalpur that you mentioned really seem very interesting for a visit.
I’m looking forward to read your next posts on Connect!