বাইসাইকেলে ইলিশের রাজ্য চাঁদপুর ভ্রমণ

অনেক দিনের ইচ্ছে ছিলো প্রিয় দ্বিচক্রযানটি চালিয়ে ইলিশ রাজ্য চাঁদপুর যাওয়ার।

সেই দিন ছিলো ২০১৯ সালের ১৮ই ডিসেম্বর। আমরা কয়েক জন কুমিল্লা সাইক্লিষ্টস মেম্বার চাঁদপুর যাওয়ার সিদ্ধান্ত নেয়।আমরা গুগুল ম্যাপ ব্যবহার করপ দেখতে পারি কুমিল্লা থেকে চাঁদপুর ৭২ কিলোমিটার। আসার যাওয়া মোট ১৪৪ কিলোমিটা। আমরা যে কোন রাইড প্লান করা হয় গুগল ম্যাপ সাহায্য। বিজয়ের মাস বিজয়ের আমেজ মেটাতে চাঁদপুর যাওয়া প্রিয় বাইসাইকেল নিয়ে । সেই সময় ছিলো শীতকাল। আকাশে অন্ধকার থাকতে থাকতে বাসা থেকে বাহির হয়ে গেলাম । পদুয়ার বাজার সবার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। সবাই আসার পর আমরা আমাদের গন্তব্য উদ্দেশ্য রাইড শুরু করি। শীতের সকাল রাস্তা চারপাশ কুয়াশায় ঢাকা। আমরা মনের আনন্দে চালাতে থাকি। মাঝে মাঝে ছোট বিরতির মাঝে বিশ্রাম নেয়। হাঠাৎ করে গুগল ম্যাপ চালু করে দেখি। এইভাবে চালাতে চালাতে এক পর্যায়ে কখন যে আমারা প্রায় গন্তব্য কাছাকাছি চলে এসেছি । যত কাছাকাছি যাচ্ছি ততোই মনের আনন্দ বেড়ে যাচ্ছে ।

এক পার্যায়ে আমরা চাঁদপু শহরে ঢুকে পড়ি। শহরে ঢুকার পর পর দেখা মিলে চাঁদপুর পুলিশ সেখানে আমরা কিছু ছবি তুলি। সেখান থেকে আমাদের গন্তব্য আরো ৫ কিলোমিটার দূরে ছিলো চাঁদপুর বড় স্টেশন। আমরা চাঁদপুর পুলিশ লাইনস বিষয়গুলো গুলো ম্যাপে আপডেট করেছি।

পুলিশ লাইনস থেকে আবার রাইড শুরু করি। চাঁদপুর নাকি একটি নামকরা চা রয়েছে বাদাম চা স্থানীয়দের থেকে জানতে পারি । আমরা বাদাম চা খেতে চলে গেলাম সকলে

বাদাম চা খেতে বেশ ভালো ছিলো। চা খেয়ে আমরা চলে যাই আমাদের গন্তব্য চাঁদপুর বড় স্টেশন।

অবশেষে আমার ইচ্ছেটি পূরণ হলো। যেখানে আমাদের জন্য চাঁদপুর রাইডারস এর দুইটি ভাই অপেক্ষা করতেছিলো। তাদের সাথে পরিচয় শেষ করি। আশপাশ ভালো করে দেখি। প্রচুর মানুষ ছিলো। বর্তমানে চাঁদপুর এই স্থানটি একটি বিখ্যাত পর্যটন জায়গা হিসাবে পরিচিতি লাভ করে। প্রচুর ভ্রমণকারী প্রতিদিন আসছে এই নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য।

বড় স্টেশন প্রকৃতি উপভোগ করে আমরা চাঁদপুর নতুন আকর্ষনীয় স্থান মিনি ক্সসবাজার যাওয়ার জন্য রওয়ানা হয় নৌকা দিয়ে ।

কিছু সময় নৌকা ভ্রমণ এর পর আমরা চলে যায় সেই চরে মানে মিনি ক্সসবাজার । সেখানে আমরা কিছু সময় আনন্দ করি।

চাঁদপুরের মিনি ক্সসবাজার ভ্রমণকারীদের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে । তিন নদীর মোহনা স্থান চাঁদপুরকে বলা হয় । মিনি ক্সসবাজার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে তুলে । মনে হচ্ছিল আকাশ আর নদী মিশে যাবে একসাথে ।

মিনি ক্সসবাজার থেকে আমরা বড় স্টেশন ফিরে এসে দুপুর খাওয়া দাওয়া জন্য স্থানীয় একটি হোটেল যায়। চাঁদপুর গেছি আর ইলিশ খাবো না তা কি হয়। গরম গরম ইলিশ ভাজা আর ভর্তা দিয়ে নদীর পাশে বসে দুপুরের খাবার খাই। অসাধারণ ছিলো মূহুর্ত গুলো।

সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে। চলে যায় চাঁদপুর বিখ্যাত ওয়ান মিনিট আইসক্রিম খেতে। আইসক্রিমের স্বাদ ছিলো অসাধারণ।এটি চাঁদপুর বিখ্যাত আইসক্রিম।

আইসক্রিম খাওয়া শেষ করে। এইবার আমাদের ঘরে ফিরা সময়। সেখান থেকে আবার সাইক্লিং করে সন্ধার সময় সুস্থ মতে কুমিল্লা ফিরে আসি। ভ্রমণটি ছিলো অসাধারণ মনে রাখার মতো।
আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ভ্রমণের জন্য । যেগুলো দেখলে মন প্রাণ ভরে যায়।

আমরা প্রতিটি স্থানে যেতে গুগল ম্যাপ এর সাহায্য নিয়েছি। প্রতিটি জায়গার বিষয় বস্তু গুলো গুগুল ম্যাপ যুক্ত করি ছবি সহ। গুগল ম্যাপ থাকায় আমাদের যেকোনো স্থানে পৌঁছে যেতে অনেক সুবিধা হয়।

35 Likes

ধন্যবাদ @ShahriarAkib1 এত সুন্দর করে গুছিয়ে লেখার জন্য। আশাকরি আপনি আরো ভালো ভালো ভ্রমন কাহিনী লিখবেন।

5 Likes

ধন্যবাদ ভাই। পাশে থাকবেন সবসম।

3 Likes

ভালো লিখেছো!

keep it up… নিয়মিতভাবে লেখার চেষ্টা করো, প্রতিদিন ফোরামের পোস্ট গুলো পড়ো…

4 Likes

@MahmudulEfazBD Thanks bro. InshaAllah I will write better if you are with me. And if you make a mistake, you will always catch it.

2 Likes

অনেক সুন্দর করে লিখেছেন @ShahriarAkib1 @ভাই বেশ ভালো লাগলো মনে হচ্ছে আমি আপনাদের সাথে চলে যাই! বাদাম চায়ের ব্যাপারটি ইন্টারেস্টিং দেশ এবং পৃথিবী ঘুরে বেড়ালে হয়তো এমন ইন্টারেস্টিং বিষয় আরও খুঁজে পাবো আমরা।

আপনার পরবর্তী ট্রাভেল পোষ্টের অপেক্ষায় থাকলাম।

HappyGuiding!

4 Likes

অনেক মেধা দিয়ে লেখা. হাতে মনে হয় জাদু আছে. আগামী দিন গুলো আপনাদেৱ. অনেক বাধা আসবে থেমে যাবেন না.

সুভকামনা ৱইলে @ShahriarAkib1 সামনে লোকাল গাইড হিসাবে আৱো ভালো লেখা পাবে আশা কৱি.

3 Likes

@ShahriarAkib1 ভাই সত্যিই খুব দারুণ একটা ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করলেন।। LGC তে প্রথম পোষ্ট হিসেবে একটি পরিপূর্ণ ভ্রমণ উপস্থথাপন করতে পেরেছেন।।

আমি চাঁদপুরে গিয়াছিলাম, বাট তখন বাদাম চা সম্পর্কে জানতাম না!! এখন খুব মিস করতেছি!!

5 Likes

@ShahriarAkib1 excellent post , go ahead :star_struck:

4 Likes

ধন্যবাদ ভাই @ShahriarAkib1

আপনার সুন্দর সাইকেল ভ্রমন। আমারও ইচ্ছে অনেক এরকম কেন সাইকেল ভ্রমনে যাই। চাঁদপুর আমি অনেক গিয়েছি, নদীর পাড় অনেক সুন্দর।

3 Likes

প্রথম পোস্ট হিসাবে অনেক অসাধারণ হয়েছে!!!

আমার খুবই ভালো লেগেছে আপনার বর্ননা. বিশেষ করে আইস ক্রিম এর ছবি এবং বর্ননা শুনে খেতে ইচ্ছে করছে!!!

শুভকামনা @ShahriarAkib1

Welcome to LGC forum!!!

1 Like

@ShahriarAkib1 অনেক সুন্দর ভ্রমন গল্প। এখনো যাওয়ার সৌভাগ্য হয়নি আমার সেখানে। যায়গাটা অনেক সুন্দর আর উপভোগ্য মনে হচ্ছে।গুগল ম্যাপের সহায়তায় সাইক্লিং সাথে গাইডিং সত্যিই অসাধারন গল্প।

1 Like

@ShafiulB ভাই একদিন সময় করে৷ এই জায়গাটি ঘুরে আসবেন। অসাধারণ জায়গা।

2 Likes

@ShakilAK সবকিছুই আপনাদের জন্য করতে পেরেছি। এইভাাবে সবসময় সাপোর্ট করবেন।

2 Likes

ধন্যবাদ ভাই। আমাদের সাথে সাইক্লিং এ যুক্ত হন রাইডিং সাথে গাইডিং বেশ ভালো হয়। চা টা মুখে লেগের থাকার মতো স্বাদ। চাঁদপুর গেলে মিস দিবেন না কখনো

1 Like

@Mohammadalauddin ভাই ধন্যবা। দোয়া রাখবেন যাতে আমি আমার ভ্রমণ কাহিনী গুলো

আপনাদের মাঝে সুন্দর করে তুলতে পারি।

1 Like

@SalehMdSoyaib ধন্যবাদ ভা।। আবার চাঁদপুর গেলে চা খেয়ে আসবেন।

2 Likes

@MAHBUB_HYDER Thanks bro. Pray for me :pray:

1 Like

@MS_Pathan ধন্যবাদ ভাই।

দোয়া করবেন সামনে যাথে আরো ভালো কিছু করতে পারি

2 Likes

ইনশাআল্লাহ, @ShahriarAkib1

তবে এখন যেহেতু করোনা তাই সাবধানে থাকবেন, সাইকেল নিয়ে বের না হওয়াটাই ভাল জরুরি প্রয়োজন ছাড়া।