সিলেটের চা বাগানে ঘুরাঘুরি🌱

মালিনীছড়া চা বাগান সিলেট শহরের বিমানবন্দর সড়কে অবস্থিত। একটি কুড়ি দুইটি পাতার দেশ সিলেটের অন্যতম পুরানো চা বাগান হল মালিনীছড়া চা বাগান। ১৮৫৪ সালে স্থাপিত এই চা বাগান থেকে বাংলাদেশে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে চা উৎপাদন করা হয়।

4 Likes