ঘুরে এলাম টিলাগড় ইকোপার্ক, সিলেট ।

টিলাগড় ইকোপার্ক এর সদরফটক।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই বাংলাদেশ। ভ্রমণ পিপাসু মানুষদের জন্য হাজার ও জায়গা রয়েছে এই দেশে। আমাদের দেশের প্রত্যেকটি জেলাতে দর্শনীয় ও প্রাকৃতিক অনেক জায়গা রয়েছে।ইতিহাস ও ঐতিহ্যের দিক দিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আমি অনেকগুলো জেলাতেই ভ্রমণ করেছি তার মধ্যে সুন্দর এবং দর্শনীয় একটি জেলা হচ্ছে সিলেট। সিলেটের মধ্যে অনেক গুলো প্রাকৃতিক জায়গা রয়েছে । তার মধ্যে একটি

টিলাগড় ইকোপার্ক সিলেট।

যাতায়াতঃ

ঢাকা থেকে সিলেটের দূরত্ব 293 কিলোমিটার।

বিভিন্ন ভাবে যাতায়ত করা যায় সিলেট। যেমন

আকাশ পথ

★রেল পথ

★ সড়ক পথ

আমার যাতায়াতঃ

আমি লক্ষ্মীপুর জেলা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হই। আমি রাত ৮ঃ০০ টার বাসে উঠি। সকাল ৫ঃ০০ টার সময় গিয়ে পৌঁছে যাই সিলেট শহরে।

লক্ষীপুর থেকে ভাড়া: ৫০০ টাকা ($7 dollar)

লক্ষীপুর থেকে দূরত্ব: ৩১৮ কি: মি:

প্রবেশ এর জন্য টিকেট কাটলাম ।

সিলেট শহরে দেখার মত জায়গা টিলাগড় ইকোপার্ক। আপনাদের সাথে এখন টিলাগড় ইকোপার্ক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো।

ইকোপার্ক এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

★শহর থেকে দূরত্বঃ ৮ কিঃ মিঃ

★শহর থেকে ভাড়াঃCNG৳১০০ টাকা($1.25dollar)

★ইকোপার্ক এ প্রবেশ মূল্যঃ ২০ টাকা

★ইকোপার্ক এর আয়তনঃ ১১২ একর জায়গা।

★ইকোপার্ক স্হাপিত: ২০০৬ সালে বাংলাদেশ সরকার এর বন্যপ্রাণী অধিদপ্তর,এই ইকোপার্ক স্হাপিত করে।

★ইকো পার্কের প্রবেশ ও বাহিরের সময়ঃ সকাল ৮ঃ০০ টার সময় ইকোপার্ক এ প্রবেশ করে পর্যটকেরা।সারাদিন গুরে দেখার পর আপনি বিকাল ৫ঃ০০ টার সময় বাহির হতে হবে।

টিলাগড় ইকোপার্ক এ ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী আছে।

চিত্রা হরিন ইকোপার্ক। ছবি @gaziSalauddinbd.

পার্কের প্রাণীজগৎঃ

বর্তমানে ইকোপার্কে কিছু পশুপাখি রয়েছে। যেমনঃ

হরিন,ময়ূর, অজগর সাপ, জেব্রা, অনেক রকমের পাখি। আছে অনেক প্রজাতির বিলুপ্ত উদ্ভিদ।

ইকোপার্কের ভিতরে প্রাণী জগৎ।

একটা বিষয় ভালো ঐ খানে আপনি দল গতো ভাবে ঘুরতে গেলে অনেক আনন্দ পাবেন।

53 Likes

Very nice,
Thanks for sharing this with us @GaziSalauddinbd bhai :heart:

4 Likes

ধন্যবাদ @GaziSalauddinbd ভাই, ভাবতেছি সময় করে একবার ঘুরে আসবো!

5 Likes

ছবি দেখে মনে হচ্ছে অনেক সুন্দর জায়গা। দেখি সময় হলে একবার ঘুরে আসা যায় কিনা।

ভালো লাগলো,

ধন্যবাদ @GaziSalauddinbd ভাই আপনাকে আমাদের সাথে এত সুন্দর জায়গার তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য।

9 Likes

@GaziSalauddinbd ট্যুর প্লেন রাখা যায় স্থান টি — ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য

3 Likes

অবশ্যই @Designer_Biswajit আপনি সিলেট, ট্যুরের জন্য এক সপ্তাহ সময় নিবেন হাতে। তাহলে ভালো করে পুরো সিলেট জেলা কে দেখতে পারবেন ।

6 Likes

সিলেট ঘুরে এলাম কিছুদিন আগে। মনে হচ্ছে জায়গাটা মিস করে ফেললাম।

@GaziSalauddinbd

6 Likes