বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প

বাংলাদেশ রূপ বৈচিত্রের দেশ। এদেশে অতীত কাল থেকেই হাজার ধরনের সংস্কৃতি পালন করা হয়। যার একটি নিদর্শন হলাে মৃৎশিল্প। বাংলাদেশের মৃৎশিল্পের এক সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। ‘মৎ’ মানে মাটি আর শিল্প’ মানে সুন্দর সৃষ্টিশীল বস্তু। তাই মাটি দিয়ে তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প’ বলে, এবং যারা এই শিল্পকর্মের সঙ্গে জরিত তাদের বলা হয় কুমার। কুমররা অসম্ভব শৈল্পিক দক্ষতা ও মনের মধ্যে লুকায়িত মাধুর্য দিয়ে চোখ ধাঁধানাে সব কাজ করে থাকেন। এই শিল্পটি হল বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও অন্যতম একটি শিল্প যা বাংলাদেশের ঐতিহ্য বহন করে।

কালের বিবর্তনে, শিল্পায়নের যুগে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য এই মৃৎ শিল্প। বাজারে যথেষ্ট চাহিদা না থাকা, সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজের পরিধি পরিবর্তন না করা, কাজে নতুনত্বের অভাব, আয়ের সঙ্গে ব্যয়ের অসঙ্গতি, কাঁচামাল হিসেবে ব্যবহৃত মাটির মূল্য বৃদ্ধি, কাঁচামাল ও উৎপাদিত সামগ্রী পরিবহনে সমস্যা নানা কারণে মুখ থুবড়ে পড়েছে। বাংলার বহু বছরের এই ঐতিহ্যবাহী শিল্প। শুধু তাই নয়, প্লাস্টিক, স্টিল, ম্যালামাইন, সিরামিক ও সিলভারসহ বিভিন্ন ধাতব পদার্থ দিয়ে তৈরি করা এসব তৈজসপত্রের নানাবিধ সুবিধার কারণে দিন দিন আবেদন হারাচ্ছে মাটির তৈরি শিল্পকর্ম।

এখন বিশেষ বিশেষ সময়ে অনুষ্ঠিত মেলায় দেখা মিলে মাটির এসব তৈজসপত্র। বিশেষ করে বাংলা সালের বিদায় ও বরণ উৎসবে। মেলায় আগতদের হাতে হাতে স্থান পাবে এসব মাটির জিনিস। মঙ্গল শােভাযাত্রায়ও স্থান করে নেয় এগুলাে।

বর্তমানে আধুনিকতার ছোঁয়া লাগায় এই শিল্পে অনেকটা ভাটা পড়লেও নতুন করে মৃৎশিল্পের আর একটি শাখা উন্মােচিত হয়েছে। সেটি হলাে নান্দনিক মৎশিল্প। এ শাখার মৎশল্পীরা মাটি দিয়ে বিভিন্ন শৌখিনসামগ্রী ও শিল্পকর্ম তৈরি করে থাকেন, ইংরেজিতে একে বলা হয় পটারি শিল্প। এরা টেরাকোটা বা মৃৎফলকে খােদাই করে সুন্দর সুন্দর শােপিস তৈরি করেন। এ ছাড়া বিভিন্ন মূর্তি, অলঙ্কার, নকশি পাত্র, ঘণ্টা ইত্যাদি তৈরি করছেন। ঢাকার অনেক দোকানে এসব শৌখিন মৎসামগ্রী বিক্রি হচ্ছে।

আমরা সবাই আমাদের এই প্রাচীন শিল্পকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করবো।

এই শিল্প আমাদের বাংলার গর্ব, বাংলার ঐতিহ্য।

29 Likes

ছবিগুলো বেশ চমৎকার হয়েছে, সেই সাথে লেখাটাও @Sourav_Biswas

8 Likes

@Designer_Biswajit অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে ।

6 Likes

দাদা আপনার লেখা আর ছবি গুলি দারুন হয়েছে, @Sourav_Biswas ভবিষ্যতে আপনার

লেখা পড়ার জন্য অপেক্ষা করবো :bangladesh: :bangladesh: :bangladesh: :bangladesh: :bangladesh: :smiling_face::smiling_face::smiling_face::smiling_face::smiling_face: :bangladesh: :bangladesh:

6 Likes

@Sourav_Biswas

বাহ্! বেশ ভালো লিখেছেন তো। আর ছবিগুলো অনেক সুন্দর লাগছে। বাংলার মৃৎশিল্পের ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

8 Likes

Hello @Sourav_Biswas ! I like your post and your pics, thank you for sharing this interesting clay art with us.

Here in my country we have also some clay industry and a variety of beautiful objects.

I let you my post about it hope you like it:

Clay-Art-Argentina

Have a nice day!

3 Likes

@Sourav_Biswas ছবি গুলো অনন্য! আর লেেখা টাও দারুণ

4 Likes

@Sourav_Biswas ছবির সাথে লেখা গুলোর বর্ণনা খুব সত্যিই খুব অসাধারণ হয়েছে। আমাদের পাশের এলাকায় কিছু মৃৎশিল্পি রয়েছে

3 Likes

সুন্দর হয়েছে লিখাটা। ধন্যবাদ। @Sourav_Biswas

4 Likes

Excellent writing and photos @Sourav_Biswas

Thanks for sharing :heart:

3 Likes