আন্তর্জাতিক মাতৃভাষা দিবস “২১ ফেব্রুয়ারি “ । বাঙালি জাতি এই দিনটিকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে ।তাই প্রতি বছরের মত এবারও শ্রদ্ধার এই দিনটা কে কেন্দ্র করে রাজধানীর সবচেয়ে বড় ফুলের বাজার শাহবাগে চলছে ফুল বিক্রির ব্যস্ততা। শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে ব্যবসায়ীগণও ফুল সংগ্রহে ব্যস্ত । ফুল হাতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে সেই সব বীর শহীদদের প্রতি যারা বাংলা ভাষার জন্য নিজের জীবন উৎসর্গ করিতেও কুন্ঠাবোধ করেননি ।
দোকানগুলোর পাশাপাশি রাস্তায় বসেও ফুলের ডালা, তোড়া বানানোর কাজ করছেন কারিগররা। সব মিলেয়ে শাহবাগ এখন ফুলময়। শাহবাগ ফুল মার্কেটের স্থায়ী দোকানগুলোর পাশাপাশি ভ্রাম্যমান অনেক নারী ও শিশুদের রাস্তার পাশে ফুল বিক্রি করতে দেখা গেছে।
ফুলের হাটে ফুল বিক্রেতাদের নিকট জানতে চাইলে বলেন, এসব ফুলের মধ্যে গাঁদা , গোলাপ ও রজনীগন্ধা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে ,ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও আসছে কিছু গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, গাজেরা, লহর, ভূট্টা এবং কাটবেলী সহ আরো বাহারি রকমের ফুল।
ক্রেতারা জানিয়েছেন, যাদের জীবনের বিনিময়ে বাঙালিরা বাংলাকে মাতৃভাষা হিসেবে পেয়েছেন, তাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে তারা ফুল কিনছেন।
সরেজমিনে দেখা যায়, চেরি, গাঁদা, জিপসি, গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধাসহ রংবেরং এর ফুলের সমারোহ শাহবাগ মোড়ে।
একুশের জন্য ফুল কিনতে আসা ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিক্রেতারাও ভীষণ ব্যস্ত সময় কাটছে ফুল বিক্রিতে যেন দ্ম ফেলার অবকাশ নেই । কেউ ছোট তোড়া, কেউ ফুলের তৈরি শ্রদ্ধাঞ্জলি রিং ও কেউ আবার এক মুঠো গোলাপ নিচ্ছেন- মহান এই দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ।
ফুল কিনতে আসা ক্রেতাদের দলে ব্যক্তিগত ক্রেতার তুলনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,রাজনৈতিক দল ও সংগঠনের লোকজন বেশি। তারা শ্রদ্ধাঞ্জলি দিতে ফুলের তোড়া ,ফুলে রিং ও আবার কেউ কেউ শুধু একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে যাচ্ছেন, কেউ আবার পরেরদিন নিয়ে যাবেন বলে অর্ডার দিয়ে যাচ্ছেন ।
শাহবাগ থেকে শহীদ মিনারের দূরত্ব কম হওয়ায় রাজধানীর সব প্রান্তের মানুষ এখান থেকে ফুল নেয়







