ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনার

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজশাহী কলেজের মুসলিম হোস্টেলে একটি গোপনসূত্রে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, শহীদদের স্মরণে হোস্টেল প্রাঙ্গণে একটি স্মৃতিস্তম্ভ তৈরী করা হবে। রাজশাহী মেডিকেল স্কুলের এস এম গাফফারকে সভাপতি এবং রাজশাহী কলেজের সিনিয়র ছাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলার গোলাম আরিফ টিপুকে যুগ্ম-সম্পাদক করে ছাত্রসংগ্রাম পরিষদ গঠন করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সেদিন রাতেই ইট, কাঁদামাটি ও বাঁশ দিয়ে মুসলিম হোস্টেল প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভ তৈরী হয়। পরেরদিন ২২ ফেব্রুয়ারি সকালে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শহীদ স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তবে কয়েক ঘণ্টা পরেই পাকিস্তান সরকারের পুলিশ শহীদ স্মৃতিস্তম্ভটিকে ভেঙে ফেলে।

২০০৯ সালে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজশাহী কলেজের মুসলিম হোস্টেল প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভের সেই স্থানে একটি স্মৃতি ফলক নির্মাণ করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটনের ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৫ সালে ৫০ লক্ষ টাকা ব্যয়ে সেখানে একটি স্থায়ী শহীদ মিনার তৈরীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ভাষা শহীদদের স্মরণে নির্মিত বাংলাদেশের প্রথম শহীদ মিনার

রাজশাহীতে অবস্থিত হওয়ায় রাজশাহীবাসী হিসেবে আমি গর্বিত।

30 Likes

@Ashraf_Siddik

গুগল ম্যাপের লিঙ্ক এখনো আসেনি

2 Likes

অমর একুশে ফেব্রুয়ারী,আমি কি ভুলিতে পারি, আনেক সুন্দর লিখেছেন @Ashraf_Siddik ভাই

2 Likes

@Ashraf_Siddik ভাই, আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো। আপনি রাজশাহীর হয়ে গর্বিত আর আমারা বাংলা ভাষায় কথা বলতে পেরে গর্বিত। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। সকল শহীদদের প্রতি রইল সমবেদনা। আপনার সুন্দর লেখাটির জন্য অসংখ্য ধন্যবাদ।

3 Likes

@user_not_found লিংক পেস্ট করা যাচ্ছে না।

2 Likes

@AbdullahAM ভাষা আন্দোলন সম্পর্কিত এই আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ

3 Likes

@OmarBD আপনাকেও অনেক ধন্যবাদ

2 Likes

তথ্য টি জানানোর জন্য ধন্যবাদ। @Ashraf_Siddik

5 Likes

@Md_Azim_Uddin

সময় নিয়ে পোস্টটি পড়ারজন্য আপনাকেও অনেক ধন্যবাদ

3 Likes

@ShafiulB বলছিলাম উনি

3 Likes

@Ashraf_Siddik ধন্যবাদ সুন্দর এই পোস্টটি করার জন্য ভাইয়া ।

4 Likes

আমি খুব, খুব দুঃখিত যে আপনার সম্মানে পুলিশ হস্তক্ষেপ করে

2 Likes

@ShahriarAzadEvan আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

2 Likes

@kaparotajoki আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, তবে ঠিক বুঝলাম না।

1 Like

আপনি স্বাগত জানাই, এটি একটি নিখুঁত মন্তব্য ছিল।

2 Likes

ধন্যবাদ বিষয়টি নিয়ে লিখার জন্য। আমি রাজশাহী কলেজের ছাত্র। প্রথম দিকে এটা নিয়ে এত দোটানা আসতো আর সবাই কেমন আবছা আবছা করে লিখতো।

আমি প্রথম উইকিপিডিয়াতে প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ নামের একটা উইকিপিডিয়া পাতা যুক্ত করি এবং তথ্যসূত্র সমূহ সংগ্রহ করা শুরু করি। নিউজ রেফারেন্স, পুরাতন বই, গবেষনা সব ঘেঁটে এই বিষয়ে বিস্তারিত লিখেছিলাম উইকিপিডিয়ায়।

বেশ কয়েকজন দেখলাম মন্তব্য করেছেন ম্যাপের লিংক পাওয়া যাচ্ছেনা নাকি। আমি এখানে গুগল ম্যাপের লিংক দিয়ে দিলাম। রিভিউ লিখে আসতে পারেন।

3 Likes

বাংলা অত্যন্ত শ্রুতি মধুর। তাই তো বাঙালিরা ভাষার জন্য জীবন বিসর্জন দিতে পেরেছিল। কিন্তু এখন আমরা সেই বাঙালি জাতিই বাংলা ভাষার বারটা বাজিয়ে দিচ্ছি।

1 Like