মায়ের ভাষার জন্য প্রাণ দেয়া জাতি

আজ ২১শে ফেব্রুয়ারি, অমর একুশে ফেব্রুয়ারি। বিশ্বজুড়ে মানুষের নিজ নিজ মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারের নাম। আজ সেই অমর একুশে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনটিতে বাংলা ভাষাকে মাতৃভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের সরকারের কাছে দাবী জানিয়ে আন্দোলনে নামে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। সে আন্দোলন দমনে ছাত্র-ছাত্রীদের উপর গুলি চালালে শহীদ হন সালাম, রফিক, জব্বার, বরকত সহ আরো অনেকে। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য প্রাণ দেয়ার ঘটনা এটিই একমাত্র। অনন্য এই দিনটিতে স্মরণীয় ও সম্মানসূচক UNESCO ১৯৯৯ সালে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে স্বীকৃতি দেয়। সেই থেকে বাঙালির আত্ম-অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের দিনটি সারা বিশ্বেই পালিত হয়ে আসছে।

বাঙালি জাতির জীবনে আজ এক গৌরবোজ্জ্বল দিন, যা একই সাথে মহান শহীদ দিবস বলেও পরিচিত। ২১ ফেব্রুয়ারী উপলক্ষে স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও লাখো মানুষ অংশ নেবে প্রভাতফেরিতে। ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদদের। সারা রাতজুড়ে এমনকি একুশের দুপুর গড়িয়ে গেলেও এ ফুলের শ্রদ্ধা জানানো শেষ হয় না। বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু এসে মিলিত হন, শহীদদের স্মরণে, শাসকদের হাত থেকে মাতৃভাষাকে ছিনিয়ে আনার অর্জনের গৌরবে। মাস ব্যাপী আয়োজন হয় অমর একুশে গ্রন্থ মেলার। কেবল জাতীয় নয়, এই দিনটি আন্তর্জাতিক ভাবেও সমান ভাবগাম্ভীর্যে বিশ্বব্যাপী পালিত হয়।

অমর একুশে ফেব্রুয়ারী।

16 Likes

ধন্যবাদ একুশে ফেব্রুয়ারী সম্পর্কে লিখার জন্যে। @SayeedP দ্বিতীয় ছবিটা দারুন হয়েছে।

2 Likes

অসাধারণ :heart: ২য় ছবিটি দেখে যে কারোরই প্রাণ জুড়িয়ে যাবে। :star_struck:

2 Likes

অনেক সুন্দর লিখেছেন ছবিগুলো অনেক সুন্দর। বাংলা ভাষার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

2 Likes

অমর একুশে ফেব্রুয়ারী,আমি কি ভুলিতে পারি, আনেক সুন্দর লিখেছ @SayeedP

2 Likes

@ShafiulB

অনেক অনেক ধন্যবাদ প্রিয় :love_letter:

1 Like

ধন্যবাদ সায়েম সাহেব

@abuahadsiam

অনেক অনেক ধন্যবাদ বাবুল ভাই

@user_not_found

অসংখ্য ধন্যবাদ ভাইয়া :heart_eyes:

@AbdullahAM

1 Like