ঢাকা শহরের রাস্তায় যে খাবারগুলো আমরা খাব না

Don’t try to taste in Dhaka Street This Food

ঢাকা শহরে প্রচুর মুখরোচক খাবার পাওয়া যায় রাস্তা থাকে তবে সব খাবারই স্বাস্থ্যসম্মত নয় এবং কিছু খাবার খেলে তাৎক্ষণিক পেটের পীড়া সহ নানা সমস্যায় ভুগতে পারেন।
কেমনে কিছু খাবারের ছবি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো মুখরোচক এবং লোভনীয় হলেও স্বাস্থ্য এবং পারিপার্শ্বিক কথা চিন্তা করে দূরে থাকার জন্য অনুরোধ করবো।

আচার : আচার শুনলে জিভে জল আসে না এমন লোক পাওয়া দুষ্কর। ফলের এক মিশ্র সমাচার রাস্তায় দেখলে প্রায় খেতে ইচ্ছে করে। কিন্তু সমস্যাটা হচ্ছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন নয় ধুলাবালি যুক্ত এবং মাছি বসে।যার কারণে খাওয়ার পরে আপনি পেটের পীড়ায় ভোগার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া বাসি খাবার এর মিশ্রণ অনেক বেশি থাকে

ঝাল মুড়ি ঃ বিকেলে কেহ না খেতে পছন্দ করে মুড়ি ভর্তা / ঝাল মুড়ি খেতে । ঢাকায় অনেক জায়গায় স্বাস্থ্যসম্মত ভাবে মুড়ি বিক্রি করলেও , স্কুল কলেজের সামনে বিক্রি করে বেশির ভাগ অস্বাস্থ্যকর । পোড়া তেলে ই তৈরি করে থাকে তাই বুঝে শুনে খাওয়া দরকার ।

আখের রস: গৃষ্ম কালে সবচেয়ে জনপ্রিয় পানিয় আমার কাছে মনে হয় শহরবাসীর কাছে । কিন্তু ইহা রস নিষ্কাশন প্রকিয়া খুব ই অস্বাস্থ্যকর । মাঝে মাঝে উন্মুক্ত স্থানে ফেলে রাখে এবং সেকারিন মিলিয়ে দেয় যা চরম ক্ষতিকর । এছাড়া যারা বিক্রি করে অপরিছন্ন ।

identifier.html (768 KB)

গরুর বট ভাজা রোল ,চপ ঃ এই খাবার গুলো সাধারণত প্রচুর বাস্ত জায়গা গুলো তে হয়ে থাকে যেমন বাস স্ট্যান্ড কিংবা লঞ্চ টার্মিনালের আসে পাশে । একে ত গরুর বট পরিষ্কার না তার উপর পোরা তেলে বার বার ভাজে যা পেট খাপারের জন্য এক পিস খাওয়া ই অনেক কিছু ।

পোস্ট অসমাপ্ত ঃ পর্যায়ক্রমে আরো খাবার যুক্ত হবে

82 Likes

ধন্যবাদ, অসমাপ্ত তথ্যগুলি জানার অপেক্ষায় রইলাম @MahabubMunna ভাই।

8 Likes

সচেতন করার জন্য ধন্যবাদ @MahabubMunna

7 Likes

ধন্যবাদ সচেতনতা মুলক পোষ্টের জন্য।

আশকরি সবাই উপকৃত হবে

7 Likes

অনেক অনেক ধন্যবাদ @MahabubMunna ভাই, সকলের জন্য একটি সচেতন মূলক পোস্ট করেছেন।

12 Likes

আপনার এই বিষয়টা খুব ই ভালো লাগলো। এভাবে কি খাবো না বিষয় টা তুলে ধরে না কেউ। ধন্যবাদ @MahabubMunna ভাই।

5 Likes

@MahabubMunna

খুবই গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি সবাই উপকৃত হবেন।

7 Likes

@MahabubMunna যে খাবারগুলো মানুষের জন্য ক্ষতিকারক সে খাবার গুলোই মানুষ বেশি খায়। তবে সতর্ক করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই

4 Likes

তাছাড়াও বট বা জাল মুড়িতে চামিচ ব্যবহার করা হয়, যা ভাল করে ধুয়া হয় না এবং এক জনের মারাত্নক রোগ থেকে আরেক জনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে।

আখের রসে এমনও হয়েছে যে, যখন আখগুলো কোন চিপায় বা উন্মুক্ত স্থানে রাখে, অনেকে এর উপর প্রসাবও করে।

তাই এসব খেতে চাইলে বাসায় ই খাওয়া ভাল।

ধন্যবাদ @MahabubMunna @ভাইকে।

3 Likes

খুবই সময় উপযোগী একটা বিষয়। ধন্যবাদ মুন্না ভাই আপনাকে।

2 Likes

@MahabubMunna ধন্যবাদ ভাইয়া । এই সুন্দদর পোস্টটি করার জন্য । খাবারগুলো অনেক সুস্বাদু দেখাচ্ছে ।

4 Likes

@ShahriarAzadEvan লোভনীয় এবং সুস্বাদু মনে হলেও এগুলো আসলে পেটের জন্য ক্ষতিকর

4 Likes

@MahabubMunna ধন্যবাদ ভাইয়া সতর্ক করার জন্য ।

2 Likes

@MahabubMunna পূর্ণাঙ্গ পোস্ট চাই।

ঝালমুড়ি মিস করব আজ থেকে…

2 Likes

আপনাকেও ধন্যবাদ তবে সবসময় সচেতন থাকবেন খাবার গুলোরপ্রতি @Shohidul_Islam

ভালো পরিচ্ছন্ন পেলে অবশ্যই খেতে মানা নেই

6 Likes