ঝালমুড়ি, রাস্তার পাশের খাবারের মধ্যে আমারঅনেক প্রিয় একটি খাবার।

ছবিঃ ঝালমুড়ি, ছবিটি আমার নিজের মোবাইলে তুলেছি।

আমাদের লক্ষ্মীপুর জেলার মধ্যে আমার মতে সবচেয়ে স্বাদের ঝালমুড়ি আমাদের রায়পুরের মিতালি বাজারের ঝালমুড়ি সেরা। অন্যান্য ঝালমুড়িওয়ালাদের এখানকার মুড়িটি একটু আলাদা এবং অনেক সুস্বাদু।

সাপ্তাহিক দুইদিন হাটবারে এখানে এই ঝালমুড়ি পাওয়া যায়। তাহল সাপ্তাহের শনিবার এবং বুধবার।

37 Likes

:yum:

3 Likes

@MdSharifHossen আমার ও খুব ভালো পছন্দের একটি খাবার। যা অনেক ঝাল হলে ভালো লাগে ।

8 Likes

আমি আবার ঘুঘনি ছাড়া টা খাই , ধন্যবাদ শেয়ার করার জন্য @MdSharifHossen

4 Likes

ধন্যবাদ আপনাদের @MahabubMunna @GaziSalauddinbd

2 Likes