ছবিঃ ঝালমুড়ি, ছবিটি আমার নিজের মোবাইলে তুলেছি।
আমাদের লক্ষ্মীপুর জেলার মধ্যে আমার মতে সবচেয়ে স্বাদের ঝালমুড়ি আমাদের রায়পুরের মিতালি বাজারের ঝালমুড়ি সেরা। অন্যান্য ঝালমুড়িওয়ালাদের এখানকার মুড়িটি একটু আলাদা এবং অনেক সুস্বাদু।
সাপ্তাহিক দুইদিন হাটবারে এখানে এই ঝালমুড়ি পাওয়া যায়। তাহল সাপ্তাহের শনিবার এবং বুধবার।